বান্দরবান প্রতিনিধি
বান্দরবান শহরে এক পর্যটক দম্পতির মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তসলিম উদ্দিন নামের এক ব্যক্তি আহত হন।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মেঘলা পর্যটন কেন্দ্রের কেবল কার পয়েন্টের ওপর দোকানঘর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তসলিম উদ্দিন (২৫) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা তারাকান্দা পূর্ব পাগলি গ্রামের মৃত নাঈম উদ্দিনের ছেলে।
আহত পর্যটকের স্ত্রী রিতু আকতার বলেন, দুপুরে ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে করে বান্দরবান আসেন। পরে মেঘলা পর্যটন কেন্দ্রে ভ্রমণে যান। সন্ধ্যায় ফেরার পথে কেব্ল কার পয়েন্ট এলাকায় পৌঁছালে দুই যুবক তাঁদের গতিরোধ করে দুটি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তসলিম টাকা দিতে অস্বীকার করলে তাঁকে পেটে ছুরি মেরে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী দোকানে লোকজন পুলিশকে খবর দিলে তাঁকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয় দোকানি বর্ষা তঞ্চগ্যা বলেন, নারীর চিৎকার শুনে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় এক পর্যটককে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিব জামান বলেন, পর্যটককে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দোষীদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।
বান্দরবান মেঘলা-নীলাচল পর্যটন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস বলেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বান্দরবান শহরে এক পর্যটক দম্পতির মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তসলিম উদ্দিন নামের এক ব্যক্তি আহত হন।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মেঘলা পর্যটন কেন্দ্রের কেবল কার পয়েন্টের ওপর দোকানঘর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তসলিম উদ্দিন (২৫) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা তারাকান্দা পূর্ব পাগলি গ্রামের মৃত নাঈম উদ্দিনের ছেলে।
আহত পর্যটকের স্ত্রী রিতু আকতার বলেন, দুপুরে ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে করে বান্দরবান আসেন। পরে মেঘলা পর্যটন কেন্দ্রে ভ্রমণে যান। সন্ধ্যায় ফেরার পথে কেব্ল কার পয়েন্ট এলাকায় পৌঁছালে দুই যুবক তাঁদের গতিরোধ করে দুটি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তসলিম টাকা দিতে অস্বীকার করলে তাঁকে পেটে ছুরি মেরে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী দোকানে লোকজন পুলিশকে খবর দিলে তাঁকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয় দোকানি বর্ষা তঞ্চগ্যা বলেন, নারীর চিৎকার শুনে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় এক পর্যটককে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিব জামান বলেন, পর্যটককে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দোষীদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।
বান্দরবান মেঘলা-নীলাচল পর্যটন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস বলেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মরণে মধুমেলার আগেই শুরু হয়েছে ভ্রমণপিপাসুদের আগমন। প্রতিদিন বনভোজনের দলসহ পর্যটকদের ভিড় বাড়ছে কপোতাক্ষ নদের পাড়ে।
৭ মিনিট আগেএকসময় দরিদ্র মানুষের ক্ষুধা নিবারণের খাবার হিসেবে পরিচিত ছিল মিষ্টি আলু। সময়ের ব্যবধানে এখন সেই আলু বাণিজ্যিকভাবে চাষ করে বিদেশে রপ্তানি করছেন কৃষকেরা। শেরপুরের চরাঞ্চলে উৎপাদিত আলু যাচ্ছে জাপানে। সরাসরি খেত থেকে এগুলো কিনে নিচ্ছে এক জাপানি প্রতিষ্ঠান। ফলে দিন দিন বাড়ছে চাষের পরিমাণ।
২১ মিনিট আগেবাগেরহাটে আশঙ্কাজনক হারে বেড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। এতে বিদ্যুৎবিহীন থেকে ভোগান্তির পাশাপাশি নতুন ট্রান্সফরমার সংযোজনে লাখ লাখ টাকা গচ্চা যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি ও গ্রাহকদের। এতে আতঙ্কে রয়েছেন গ্রাহকেরা। এদিকে চুরির ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি মামলা করলেও কোনো আসামি গ্রেপ্তার করতে...
২৩ মিনিট আগেরাজধানী ঢাকা থেকে ৭০ মাইল দূরে কিশোরগঞ্জের করিমগঞ্জে ১০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয়টি। মাত্র দুই বছরের মধ্যে শিক্ষার্থীদের আসন বাড়ে ২০ শতাংশ। এর পর থেকে অব্যাহতভাবে বেড়ে চার শিক্ষাবর্ষের মধ্যেই আসন বৃদ্ধি পায় ৮০ শতাংশ। অথচ সরকারি বিধিবিধান অনুযায়ী মেডিকেল কলেজটির অন্তত...
৩০ মিনিট আগে