Ajker Patrika

সীতাকুণ্ডে জব্দ করা ৩ হাজার কেজি পচা চা ধ্বংস

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২৩
সীতাকুণ্ডে জব্দ করা ৩ হাজার কেজি পচা চা ধ্বংস

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তিন হাজার কেজি পচা চা জব্দের পর ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় অভিযান চালান বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

অভিযানে ব্যবসায়ী আসিফুর রহমানের মালিকানাধীন আরেকটি গুদাম থেকে ৩ হাজার কেজি দুর্গন্ধযুক্ত পচা চা জব্দ করা হয়। তবে আসিবুর রহমান পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

এর আগে গত রোববার দুপুরে একই মালিকের আরেকটি গুদাম থেকে দেড় হাজার কেজি পচা চা জব্দ করা হয়।

বাংলাদেশ চা-বোর্ডের উপসচিব ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন জানান, বানুর বাজার চৌধুরী কমিউনিটি সেন্টারের নিচে একটি গোডাউনে পচা চা রাখেন আসিবুর রহমান আসিফ। দীর্ঘদিন ধরে তাঁর প্রতিষ্ঠান আসিফ ব্রাদার্সের নামে চা বাজারজাত করতেন। তিনি ক্রেতাদের অন্য ভালো ব্র্যান্ডের চা দেখিয়ে অর্ডার নিতেন। কিন্তু সাপ্লাই করতেন পচা-মেয়াদোত্তীর্ণ দুর্গন্ধযুক্ত চা। এমন অভিযোগ পেয়ে গত রোববার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারী বানুর বাজারে থাকা তাঁর গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানকালে গোডাউনে থাকা মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত তিন হাজার কেজি চা জব্দ শেষে জনসমক্ষে তা ধ্বংস করা হয়।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন আরও জানান, আজ ফের তাঁর মালিকানাধীন আরেকটি গোডাউনে অভিযান চালিয়ে তিন হাজার কেজি চা জব্দ করা হয়েছে। জব্দ করা চাগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত