চসিকের ঋণ খেলাপি সাবেক মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৯: ৫৫
মাহমুদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ১০ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় এ পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, খেলাপি ঋণ আদায়ের দাবিতে আগ্রাবাদ শাখার এসবিএসসি ব্যাংক পিএলসি অর্থঋণ আদালতে মামলা করে। এ মামলার পরিপ্রেক্ষিতে পরোয়ানা জারি হয়েছে সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে।

অর্থঋণ আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের ২৭ মার্চ ঋণগ্রহীতাদের বিরুদ্ধে ৯ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ২২৯ টাকাসহ টাকার ওপর ১২ শতাংশ হারে সুদের বিষয়ে আদালত থেকে ডিক্রি হয়। ডিক্রিকৃত সমুদয় টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হলেও তা পরিশোধ না করায় গত ৮ জুলাই ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৬৬ টাকা আদায়ের দাবিতে ব্যাংকের পক্ষ থেকে একটি জারি মামলা করা হয়। গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত হিসেবে ছিল না। তাই দায় সমন্বয়ের জন্য আইনের ৩৩ ধারার বিধান মোতাবেক নিলাম কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি বলে আদালতের পক্ষ থেকে বলা হয়। ডিক্রিদার ব্যাংক হলফনামা সহকারে অর্থঋণ আইনের ৩৪ ও ৩৫ ধারা মোতাবেক ঋণগ্রহীতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত