Ajker Patrika

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক    
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩০
রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কক্সবাজারের বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম। তিনি জানান, উখিয়ার কুতুপালং-১ রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কখন বা কী কারণে আগুন লাগে এবং কীভাবে এর সূত্রপাত হয়, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তানহারুল ইসলাম। তিনি জানান, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এখন পুরোপুরি নেভানো ও পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত