বঙ্গবন্ধু টানেলে প্রবেশের আগে বাস উল্টে নিহত ১, আহত ১২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৮: ০৬
Thumbnail image

চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের ভেতর প্রবেশের আগেই আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে বাস উল্টে এক যাত্রী নিহত ও ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্তে টানেল রোডের টোল বক্সের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আবুল হোসেন (৩৫)। বাড়ি কক্সবাজারে। নগরীতে তিনি পতেঙ্গা থানাধীন চরপাড়া এলাকায় থাকতেন। এ সময় আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়, বাকিদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাসটিও জব্দ করা হয়েছে। 

পুলিশ জানায়, বাসটি যাত্রী নিয়ে টানেলের দিকে যাচ্ছিল। টানেলের একটু আগে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগার পর বাসটি উল্টে যায়। ঘটনার পর চালক পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত