নোয়াখালী প্রতিনিধি
লিবিয়ার সাফা শহরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন জগদীশ চন্দ্র দাস (৩৬) নামের এক বাংলাদেশি। এ সময় তাঁর কক্ষ থেকে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করা হয়। গতকাল বৃহস্পতিবার লিবিয়ার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জগদীশ চন্দ্র দাস নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাজীরহাটের দাসপাড়া এলাকার গোকুল চন্দ্র দাসের ছেলে। জগদীশ এক সন্তানের জনক।
নিহতের বাবা গোকুল চন্দ্র দাস বলেন, ছয় বছর আগে লিবিয়ার সাফা এলাকায় যান জগদীশ। সেখানে তিনি সবজি ও নার্সারিতে বিভিন্ন ফল-ফুলের চাষ করত। কয়েক দিন আগে মালিকের ভাতিজার ছাগলের পাল জগদীশের নার্সারির প্রচুর গাছ নষ্ট করে। বিষয়টি নিয়ে কিছুদিন আগে জগদীশ মালিকের ভাতিজাকে বিষয়টি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে মালিকের ভাতিজা তাঁর কয়েকটি ছাগল খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ করেন। পরে জগদীশ দুপুরে খেতে বসলে মালিকের ভাতিজা লোকজন নিয়ে জগদীশের ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা জগদীশকে গুলি করে হত্যা করেন।
গোকুল চন্দ্র দাস আরও বলেন, ‘এদিন রাতে লিবিয়ায় থাকা আমার ছোট ছেলে সন্তোষ মোবাইল ফোনে জগদীশের মৃত্যুর বিষয়টি আমাদের জানিয়েছে।’
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বলেন, ‘শুক্রবার সকালে আমরা বিষয়টি জানার পর নিহতের পরিবারের খোঁজ নিচ্ছি। স্থানীয় ইউপি সদস্যকে তাঁদের খোঁজ রাখার জন্য বলা হয়েছে। মরদেহ দেশে আনার জন্য তাঁদের সহযোগিতা করা হবে।’
লিবিয়ার সাফা শহরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন জগদীশ চন্দ্র দাস (৩৬) নামের এক বাংলাদেশি। এ সময় তাঁর কক্ষ থেকে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করা হয়। গতকাল বৃহস্পতিবার লিবিয়ার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জগদীশ চন্দ্র দাস নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাজীরহাটের দাসপাড়া এলাকার গোকুল চন্দ্র দাসের ছেলে। জগদীশ এক সন্তানের জনক।
নিহতের বাবা গোকুল চন্দ্র দাস বলেন, ছয় বছর আগে লিবিয়ার সাফা এলাকায় যান জগদীশ। সেখানে তিনি সবজি ও নার্সারিতে বিভিন্ন ফল-ফুলের চাষ করত। কয়েক দিন আগে মালিকের ভাতিজার ছাগলের পাল জগদীশের নার্সারির প্রচুর গাছ নষ্ট করে। বিষয়টি নিয়ে কিছুদিন আগে জগদীশ মালিকের ভাতিজাকে বিষয়টি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে মালিকের ভাতিজা তাঁর কয়েকটি ছাগল খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ করেন। পরে জগদীশ দুপুরে খেতে বসলে মালিকের ভাতিজা লোকজন নিয়ে জগদীশের ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা জগদীশকে গুলি করে হত্যা করেন।
গোকুল চন্দ্র দাস আরও বলেন, ‘এদিন রাতে লিবিয়ায় থাকা আমার ছোট ছেলে সন্তোষ মোবাইল ফোনে জগদীশের মৃত্যুর বিষয়টি আমাদের জানিয়েছে।’
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বলেন, ‘শুক্রবার সকালে আমরা বিষয়টি জানার পর নিহতের পরিবারের খোঁজ নিচ্ছি। স্থানীয় ইউপি সদস্যকে তাঁদের খোঁজ রাখার জন্য বলা হয়েছে। মরদেহ দেশে আনার জন্য তাঁদের সহযোগিতা করা হবে।’
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১০ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
১৭ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩৮ মিনিট আগে