Ajker Patrika

ফেনীতে ট্রেনের ধাক্কায় পিকআপচালক নিহত

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৩
ফেনীতে ট্রেনের ধাক্কায় পিকআপচালক নিহত

ফেনীতে ট্রেন ও পিকআপের সংঘর্ষে আবদুল হালিম নামে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ফেনীর বারাহীপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হালিম কুমিল্লার কোতোয়ালি থানার আলেখাচরের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি পিকআপটির চালক ছিলেন।

ফেনীর জিআরপি পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, গতকাল রাত ২টা ৫৫ মিনিটে বারাহীপুর রেলক্রসিং অতিক্রম করার সময় পিকআপের সঙ্গে চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেসের ধাক্কা লাগে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন পিকআপচালক আবদুল হালিম। তাৎক্ষণিক উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেরে কর্তব্যরত চিকিৎসক আবদুল হালিমকে মৃত ঘোষণা করেন। 

ফেনীর বারাহীপুর রেলক্রসিং এলাকার দায়িত্বে থাকা গেটম্যান জীবন বলেন, রেল আসার আগেই গেট বন্ধ করা হয়েছে। কিন্তু পিকআপটি দ্রুতগতিতে এসে গেট ভেঙে লাইনের ওপর উঠে যায়। এতে ট্রেনের সঙ্গে পিকআপের ধাক্কা লাগে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত