মধ্যরাতে বঙ্গবন্ধু টানেলে রেস: ৫ গাড়ি জব্দ, গ্রেপ্তার ২

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ২১: ৫৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে রেসিংয়ে অংশ নেওয়া গাড়িগুলোর মধ্যে পাঁচটি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় দুজনকে। আজ বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং গাড়িগুলো জব্দ করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কোতোয়ালী থানার আলকরণের হক ম্যানশনের আশরাফুল ইসলাম (২৮), বাকলিয়ার তুলাতলির মোহাম্মদ ইমরান (২৭)। তাঁদের মধ্যে আশরাফুল চট্টগ্রাম দেওয়ানহাটে ব্যবসা করেন এবং ইমরান পড়াশোনা করেন বলে পুলিশকে জানিয়েছেন তাঁরা। 

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, টানেলে ঝুঁকি নিয়ে কার রেসিংয়ের ঘটনায় মামলার পর গাড়ি বিক্রি, সরিয়ে ফেলা এবং আসামিরা গা ঢাকার চেষ্টা করে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার এবং পাঁচটি গাড়ি জব্দ করা হয়।

ইতিমধ্যে সাতটি গাড়ি চিহ্নিত করা হয়েছে। বাকিগুলো শিগগিরই জব্দ করা হবে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

এর আগে গত ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল থেকে যান চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়। ওই দিন দিবাগত রাতে স্পোর্টস কার নিয়ে রেসে মেতে ওঠে একদল উঠতি বয়সী ছেলে। অথচ টানেলে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

পরে টানেলের ভেতরে-বাইরে থাকা সিসিটিভি ফুটেজের মাধ্যমে রেস অংশ নেওয়া গাড়িগুলো শনাক্ত করা হয়। পরে সড়ক পরিবহন আইনের কর্ণফুলী থানায় সাতটি প্রাইভেট কারের নম্বর উল্লেখ করে মামলা দায়ী করে টানেল পরিচালনা করে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। মামলার পরপরই বিআরটিএ থেকে গাড়িগুলোর মালিকানা যাচাই-বাছাই শেষে সাতটি গাড়ি মধ্যে আজ বৃহস্পতিবার পাঁচটি গাড়ি জব্দ করে পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত