রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পূর্ব অনুমোদন ছাড়া সাজেক ভ্যালিসহ জেলার কোনো স্থানে পর্যটনকেন্দ্র ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়। এর ফলে ২৪ ফেব্রুয়ারি পুড়ে যাওয়া সাজেকে নতুন বাণিজ্যিক স্থাপনা তৈরি করতে জেলা পরিষদের অনুমোদন নিতে হবে।
আদেশে বলা হয়, ইদানীং দেখা যাচ্ছে, রাঙামাটি জেলার সাজেকসহ বিভিন্ন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অপরিকল্পিতভাবে বাণিজ্যিক ভবন ও পর্যটন স্থাপনা নির্মিত হচ্ছে। এতে জেলা পরিষদ আইন লঙ্ঘিত হচ্ছে। সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত এবং অগ্নিদুর্ঘটনা পরিলক্ষিত হচ্ছে। তাই রাঙামাটি জেলা পরিষদের অনুমোদন ছাড়া বাণিজ্যিক ভবন এবং পর্যটন স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা জারি করা হলো।
তবে এ বিষয়ে এখনো অবগত নন বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ। তিনি বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে কোনো আদেশ পাইনি।’
জেলা পরিষদ সূত্র জানায়, ১৯ মার্চ ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে এক সভা হয়। এতে সাজেকের অগ্নিকাণ্ডের কারণ, প্রতিকার, পাহাড়ের পর্যটন ও পরিবেশসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
সভায় বলা হয়, রাঙামাটি জেলা পরিষদের হাতে পর্যটন বিভাগ হস্তান্তরিত বিভাগ হলেও পরিষদের কোনো পরামর্শ না নিয়ে যত্রতত্র পর্যটন এবং বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে একদিকে পরিবেশ, অন্যদিকে স্থানীয় জাতিগোষ্ঠীর জানমাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। এটি রোধ করার জন্য এখনই উদ্যোগ নিতে হবে। বিষয়টি যেহেতু জেলা পরিষদের হাতে ন্যস্ত, সেহেতু এটি দেখাশোনা করার জন্য পরিষদকে দায়িত্ব দেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, পরিষদ শিগগির একটি প্রবিধানমালা তৈরি করবে।
সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সভায় তিনি বলেন, পাহাড়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে আগে প্রাধান্য দিতে হবে। পর্যটনের কারণে স্থানীয় পরিবেশ হুমকির মুখে পড়ুক এবং মানুষের জানমালের ক্ষতি হোক—এমন কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। সভায় পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে জেলা পরিষদকে প্রবিধান তৈরি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেন তিনি।
সভায় উপস্থিত থাকা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা বলেন, ‘২৪ ফেব্রুয়ারি সাজেকে আগুনের ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। এ থেকে পরিত্রাণ পেতে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানও বেশ তৎপর ছিলেন। চেয়ারম্যানের প্রতিনিধি হয়ে আমি সভায় অংশ নিই। খুব ভালো একটি সিদ্ধান্ত হয়েছে।’
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পূর্ব অনুমোদন ছাড়া সাজেক ভ্যালিসহ জেলার কোনো স্থানে পর্যটনকেন্দ্র ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়। এর ফলে ২৪ ফেব্রুয়ারি পুড়ে যাওয়া সাজেকে নতুন বাণিজ্যিক স্থাপনা তৈরি করতে জেলা পরিষদের অনুমোদন নিতে হবে।
আদেশে বলা হয়, ইদানীং দেখা যাচ্ছে, রাঙামাটি জেলার সাজেকসহ বিভিন্ন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অপরিকল্পিতভাবে বাণিজ্যিক ভবন ও পর্যটন স্থাপনা নির্মিত হচ্ছে। এতে জেলা পরিষদ আইন লঙ্ঘিত হচ্ছে। সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত এবং অগ্নিদুর্ঘটনা পরিলক্ষিত হচ্ছে। তাই রাঙামাটি জেলা পরিষদের অনুমোদন ছাড়া বাণিজ্যিক ভবন এবং পর্যটন স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা জারি করা হলো।
তবে এ বিষয়ে এখনো অবগত নন বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ। তিনি বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে কোনো আদেশ পাইনি।’
জেলা পরিষদ সূত্র জানায়, ১৯ মার্চ ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে এক সভা হয়। এতে সাজেকের অগ্নিকাণ্ডের কারণ, প্রতিকার, পাহাড়ের পর্যটন ও পরিবেশসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
সভায় বলা হয়, রাঙামাটি জেলা পরিষদের হাতে পর্যটন বিভাগ হস্তান্তরিত বিভাগ হলেও পরিষদের কোনো পরামর্শ না নিয়ে যত্রতত্র পর্যটন এবং বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে একদিকে পরিবেশ, অন্যদিকে স্থানীয় জাতিগোষ্ঠীর জানমাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। এটি রোধ করার জন্য এখনই উদ্যোগ নিতে হবে। বিষয়টি যেহেতু জেলা পরিষদের হাতে ন্যস্ত, সেহেতু এটি দেখাশোনা করার জন্য পরিষদকে দায়িত্ব দেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, পরিষদ শিগগির একটি প্রবিধানমালা তৈরি করবে।
সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সভায় তিনি বলেন, পাহাড়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে আগে প্রাধান্য দিতে হবে। পর্যটনের কারণে স্থানীয় পরিবেশ হুমকির মুখে পড়ুক এবং মানুষের জানমালের ক্ষতি হোক—এমন কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। সভায় পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে জেলা পরিষদকে প্রবিধান তৈরি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেন তিনি।
সভায় উপস্থিত থাকা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা বলেন, ‘২৪ ফেব্রুয়ারি সাজেকে আগুনের ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। এ থেকে পরিত্রাণ পেতে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানও বেশ তৎপর ছিলেন। চেয়ারম্যানের প্রতিনিধি হয়ে আমি সভায় অংশ নিই। খুব ভালো একটি সিদ্ধান্ত হয়েছে।’
পিরোজপুরের কথিত যুবলীগ নেতা বাবু হাওলাদার ওরফে মদ বাবু ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার দুপুরে ডিবি পুলিশের একটি টিম গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। বাবু পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের রানীপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে।
১ ঘণ্টা আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডল ও তাঁর স্ত্রী ডা. সবিতা মল্লিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ মার্চ) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র।
১ ঘণ্টা আগেঅবশেষে ১৫ লাখ টাকায় বিক্রি হলো মাত্র চারজন নিয়ে গড়ে ওঠা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত সেই উমানাথপুর গ্রাম। চার মাস আগে এই গ্রামের মালিক মো. সিরাজুল হক সরকার স্থানীয় আব্দুল মন্নাছের কাছে গ্রামটি বিক্রি করেন। তবে আজ বুধবার বিকেলে গ্রামটি বিক্রির ঘটনা প্রকাশ পায় বলে জানান এলাকাবাসী।
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আগামীর ব্যালট রেভল্যুশনে তরুণদের জয় হবে। আমরা পার্লামেন্টে যাবই যাব। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে।’
১ ঘণ্টা আগে