Ajker Patrika

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৫টি স্থাপনা

কক্সবাজার প্রতিনিধি
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন। ছবি: আজকের পত্রিকা
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুনে পুড়েছে বেসরকারি সংস্থার ট্রেনিং সেন্টারসহ পাঁচ স্থাপনা। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রোববার উপজেলার নৌকার মাঠ ৭ নম্বর ক্যাম্পের বি-৫ ব্লকে এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমে জানান, প্রাথমিকভাবে একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা পুড়ে যাওয়ার তথ্য পেয়েছি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা কাজ করছেন।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন। ছবি: আজকের পত্রিকা
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়দের বরাতে আরিফ হোসাইন বলেন, বেসরকারি সংস্থার পরিচালিত একটি ট্রেনিং সেন্টার আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুন আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাটি অবহিত করলে উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে ওসি আরও জানান, প্রাথমিকভাবে ট্রেনিং সেন্টারটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত