সীতাকুণ্ডে পুলিশভ্যানে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনায় মামলা, দুটি তদন্ত কমিটি গঠন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১: ০১
Thumbnail image

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফকিরহাট রেলক্রসিংয়ে আটকে পড়া পুলিশবাহী ভ্যানে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। দায়িত্বে অবহেলার কারণে গেটম্যান মাহমুদ হাসান দিপুকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। গতকাল রোববার রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সামিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে দায়িত্ব পালনে অবহেলার কারণে গেটম্যান দিপুকে সাময়িক দরখাস্ত করা হয়। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই তদন্ত কমিটিকেই আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসীফকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নায়হানুল বারী, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আবদুল মালেক। দুর্ঘটনার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নির্ধারণ ও ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে সুপারিশ করে ৭ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গেটম্যানের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে প্রাথমিকভাবে। তাই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠিত তদন্ত কমিটিকে দুর্ঘটনার সঠিক কারণ চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, দায়িত্ব ও কর্তব্য অবহেলা করায় গেটম্যানের বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সামিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই গেটম্যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গতকাল রোববার দুপুরে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাটসংলগ্ন রেলক্রসিংয়ে আটকে পড়া সীতাকুণ্ড থানার পুলিশবাহী পিকআপ ভ্যানকে ট্রেন ধাক্কা দেয়। এতে এস্কান্দর আলি মোল্লা, মিজানুর রহমান ও মো. হোসাইন নামে তিন পুলিশ সদস্য নিহত হন। আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সুজন শর্মা, গাড়িচালক সমর চন্দ্র সরকার ও ইউপি সদস্য শাহাদাত হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত