Ajker Patrika

‘সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন নুর’, নোয়াখালীতে থানায় অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২১: ০৯
‘সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন নুর’, নোয়াখালীতে থানায় অভিযোগ

গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ‘সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে নূর বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত’ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগটি দিয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখার সভাপতি সাফায়েত হোসেন। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘নুরুল হক নুরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘গত ৩ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগকারী জানতে পারেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্যসচিব নুরুল হক নূর সৌদি আরবে ওমরা পালনের কথা বলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যান। সেখানে ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়। মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নূরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন এরই মধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু।’ 

‘আল্লাহর পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নূর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত।’

 ‘বাংলাদেশ রাষ্ট্র নিপীড়িত ফিলিস্তিনদের অধিকারের পক্ষে সবসময় থাকলেও ইসরায়েল ও মোসাদের সহযোগিতায় নুরুল হক নূর ও তাঁর রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ সাধারণ নেতা-কর্মীদের উসকে দিয়ে রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ-বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন বলে প্রতিষ্ঠিত বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যা রাষ্ট্রদ্রোহিতা মূলক অপরাধ।’ 

এই অপরাধে নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখার সভাপতি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত