Ajker Patrika

অবশেষে গেটম্যান সাদ্দামকে বরখাস্ত করল রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৫: ১৭
অবশেষে গেটম্যান সাদ্দামকে বরখাস্ত করল রেলওয়ে

কোনো দুর্ঘটনা ঘটার পর অভিযোগ থাকলে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করে তদন্তকাজ চালায় রেলওয়ে। কিন্তু চট্টগ্রামের মীরসরাইয়ের বড় তকিয়া এলাকায় মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনায় আটক গেটম্যান সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ঘটনার ২০ ঘণ্টা পরও ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের এক ঘণ্টার মাথায় সাময়িক বরখাস্ত করা হয় সেই গেটম্যান সাদ্দাম হোসেনকে।

আজ শনিবার সকালে ‘গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা, ব্যবস্থা নেয়নি রেলওয়ে’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে রেলওয়ের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেছিলেন, ‘তদন্তে দোষী সাব্যস্ত হলে তবেই ব্যবস্থা।’ 

এর প্রায় এক ঘণ্টা পর সুর পাল্টে তিনি বলছেন, ‘দায়িত্ব অবহেলার অভিযোগে সাদ্দাম হোসেনকে পুলিশ আটক করেছে। এ জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গেটম্যান ছিলেন না। ঘটনাস্থল থেকে ৫ মিনিট দূরে তাঁর বাসা। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। 

গতকাল শুক্রবার চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বড় তাকিয়া স্টেশন এলাকায় মহানগর প্রভাতী ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। এরই মধ্যে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত