নকল সরবরাহের অভিযোগে দুই মাদ্রাসাশিক্ষক আটক

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ১৮: ১৭
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৮: ৩৭

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই শিক্ষককে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে আটক করেছে পুলিশ। আজ রোববার পরীক্ষা চলাকালে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাউয়াদী সিনিয়র মাদ্রাসার আরবি শিক্ষক ও চান্দিনা উপজেলার কই করিয়া গ্রামের শাহজালাল (৪৩) এবং একই উপজেলার জিরো আইলা গ্রামের সিরাজুল হকের ছেলে সানাউল্লাহ (৪৩) 
 
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা। 

ওসি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। এ সময় ওই কেন্দ্রের দুই শিক্ষককে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। 

এ ব্যাপারে দুই শিক্ষককে অভিযুক্ত করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত