চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে একটি চিংড়িঘেরের কিশোর শ্রমিককে অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বদরখালী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরের নাম মো. আরিফ (১৪)। সে উপজেলার বিএমচর ইউনিয়নের চৈনম্যারঘোনা এলাকার মো. ইয়াছিনের ছেলে। গতকাল সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার রামপুর মৌজার ৩ নম্বর হোল্ডিং ২৫ নম্বর প্লট থেকে আরিফকে অপহরণ করা হয়। পরে বিকল ৫টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
ওসি মোহাম্মদ আলী বলেন, ‘কিশোর আরিফকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় এজাহার পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
থানা-পুলিশ ও ঘেরের চাষি সূত্রে জানা গেছে, পেকুয়ার শিলখালী ইউনিয়নের শাকেরা বেগমের মালিকানাধীন চিংড়িঘের বর্গা নেন চকরিয়া উপজেলার সাহারবিলের বাসিন্দা নুরুল হক। ওই চিংড়িঘেরে মহিষ চরানোর কাজ করে আরিফ। গতকাল সকাল ১০টার দিকে উপকূলীয় অঞ্চলের বদরখালী এলাকার ১০ থেকে ১১ জন দুর্বৃত্ত আরিফকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নৌকায় তুলে অজ্ঞাত স্থানে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে ঘেরচাষি নুরুল হক জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। এরপর চকরিয়া থানার একদল পুলিশ অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে বিকেল ৫টার দিকে বদরখালী এলাকার নির্জন এলাকা থেকে পুলিশ আরিফকে উদ্ধার করে। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানায় পুলিশ।
এই ঘটনায় নুরুল হক বাদী হয়ে চকরিয়া উপজেলার পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে চকরিয়া থানায় এজাহার জমা দিয়েছেন।
ঘের চাষি নুরুল হক বলেন, ‘মূলত চিংড়িঘের জবরদখলের উদ্দেশ্যে সন্ত্রাসীরা জড়ো হওয়ার বিষয়টিকে দেখে ফেলায় শ্রমিক আরিফকে অপহরণ করা হয়।
কক্সবাজারের চকরিয়ায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে একটি চিংড়িঘেরের কিশোর শ্রমিককে অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বদরখালী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরের নাম মো. আরিফ (১৪)। সে উপজেলার বিএমচর ইউনিয়নের চৈনম্যারঘোনা এলাকার মো. ইয়াছিনের ছেলে। গতকাল সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার রামপুর মৌজার ৩ নম্বর হোল্ডিং ২৫ নম্বর প্লট থেকে আরিফকে অপহরণ করা হয়। পরে বিকল ৫টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
ওসি মোহাম্মদ আলী বলেন, ‘কিশোর আরিফকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় এজাহার পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
থানা-পুলিশ ও ঘেরের চাষি সূত্রে জানা গেছে, পেকুয়ার শিলখালী ইউনিয়নের শাকেরা বেগমের মালিকানাধীন চিংড়িঘের বর্গা নেন চকরিয়া উপজেলার সাহারবিলের বাসিন্দা নুরুল হক। ওই চিংড়িঘেরে মহিষ চরানোর কাজ করে আরিফ। গতকাল সকাল ১০টার দিকে উপকূলীয় অঞ্চলের বদরখালী এলাকার ১০ থেকে ১১ জন দুর্বৃত্ত আরিফকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নৌকায় তুলে অজ্ঞাত স্থানে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে ঘেরচাষি নুরুল হক জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। এরপর চকরিয়া থানার একদল পুলিশ অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে বিকেল ৫টার দিকে বদরখালী এলাকার নির্জন এলাকা থেকে পুলিশ আরিফকে উদ্ধার করে। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানায় পুলিশ।
এই ঘটনায় নুরুল হক বাদী হয়ে চকরিয়া উপজেলার পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে চকরিয়া থানায় এজাহার জমা দিয়েছেন।
ঘের চাষি নুরুল হক বলেন, ‘মূলত চিংড়িঘের জবরদখলের উদ্দেশ্যে সন্ত্রাসীরা জড়ো হওয়ার বিষয়টিকে দেখে ফেলায় শ্রমিক আরিফকে অপহরণ করা হয়।
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১৯ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১৯ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
২২ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
২৩ মিনিট আগে