Ajker Patrika

ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, যানজট নিরসনে তৎপর হাইওয়ে পুলিশ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৫ মে ২০২২, ১৪: ১৯
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, যানজট নিরসনে তৎপর হাইওয়ে পুলিশ

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। যানজট নিরসনে তৎপর রয়েছে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ। সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা ছুটি শেষ হওয়ার আগেই যানজটের আশঙ্কা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ফিরতে শুরু করেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানুষের যাত্রা নিরাপদ ও যানজটমুক্ত করতে তৎপর রয়েছে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ।

ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা সাব্বির হোসেন। ঈদে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নোয়াখালী গিয়েছিলেন। তিনি বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার অফিস রোববার থেকে খুলবে। দুই সন্তানের স্কুলও খুলছে। ঈদের এক দিন পর যানজট কম থাকে বলে ঢাকায় ফিরছি।’

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জহুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরাপত্তা দেওয়া হচ্ছে। যানজট যাতে না হয়, এর জন্য ঈদের আগে থেকেই হার্ড লাইনে রয়েছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ। আমরা এবারের ঈদে যানজটমুক্ত ঘরমুখী মানুষের যাতায়াত নিশ্চিত করতে পেরেছি। ঈদ শেষে ঢাকামুখী মানুষ যেন যানজটে পড়ে দুর্ভোগের শিকার না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত