চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক মৎস্য প্রকল্পের ইজারাদারকে একদল দুর্বৃত্ত চারদিক থেকে ঘিরে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁকে বেদম পিটিয়ে দুর্বত্তরা মৎস্য প্রকল্প থেকে নগদ টাকা, মাছের খাদ্য লুট করে নিয়ে যায়।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে তাঁকে নির্যাতনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে পড়েছে। এর আগে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী গ্রামে এ নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৫২)। তিনি কোনাখালী ইউনিয়নের নতুনঘোনাপাড়া গ্রামের মৃত হারুনূর রশীদের ছেলে। শহীদুল ইসলাম কোনাখালীর চেয়ারম্যান দিদারুল হক সিকদারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
শহীদুল ইসলাম বলেন, একটি মৎস্য প্রকল্প ইজারা নিয়ে সেখানে মাছ ও ফলের বাগান করতাম। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কোনাখালীর বাংলাবাজার গ্রামের সালাহউদ্দিন, মনির, রাসেল ও কলিমুল্লাহের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মৎস্য প্রকল্পে লুটপাট চালায়। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকাতেই এ হামলা হয়েছে।
তিনি জানান, প্রকল্প থেকে ২৫ বস্তা মাছের খাদ্য (ফিড), মাছের খাদ্য ক্রয়ের জন্য রক্ষিত ১ লাখ ২৩ হাজার টাকা, দুটি মোবাইল ও গাছ থেকে পেঁপে লুট করে নিয়ে যায়। লুটের খবর পেয়ে সেখানে বাধা দিতে গেলে তাকে চারদিক থেকে ঘিরে লাঠিসোঁটা নিয়ে বেদম মারধর ও নির্যাতন চালানো হয়। তাঁকে মুমূর্ষু অবস্থায় ফেলে গেলে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সেখানে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক মৎস্য প্রকল্পের ইজারাদারকে একদল দুর্বৃত্ত চারদিক থেকে ঘিরে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁকে বেদম পিটিয়ে দুর্বত্তরা মৎস্য প্রকল্প থেকে নগদ টাকা, মাছের খাদ্য লুট করে নিয়ে যায়।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে তাঁকে নির্যাতনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে পড়েছে। এর আগে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী গ্রামে এ নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৫২)। তিনি কোনাখালী ইউনিয়নের নতুনঘোনাপাড়া গ্রামের মৃত হারুনূর রশীদের ছেলে। শহীদুল ইসলাম কোনাখালীর চেয়ারম্যান দিদারুল হক সিকদারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
শহীদুল ইসলাম বলেন, একটি মৎস্য প্রকল্প ইজারা নিয়ে সেখানে মাছ ও ফলের বাগান করতাম। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কোনাখালীর বাংলাবাজার গ্রামের সালাহউদ্দিন, মনির, রাসেল ও কলিমুল্লাহের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মৎস্য প্রকল্পে লুটপাট চালায়। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকাতেই এ হামলা হয়েছে।
তিনি জানান, প্রকল্প থেকে ২৫ বস্তা মাছের খাদ্য (ফিড), মাছের খাদ্য ক্রয়ের জন্য রক্ষিত ১ লাখ ২৩ হাজার টাকা, দুটি মোবাইল ও গাছ থেকে পেঁপে লুট করে নিয়ে যায়। লুটের খবর পেয়ে সেখানে বাধা দিতে গেলে তাকে চারদিক থেকে ঘিরে লাঠিসোঁটা নিয়ে বেদম মারধর ও নির্যাতন চালানো হয়। তাঁকে মুমূর্ষু অবস্থায় ফেলে গেলে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সেখানে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাৎসরিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে সিলেটের বেশ কয়েকটি এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী তানভীর হায়দার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তেত এ তথ্য জানানো হয়েছে।
১৪ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম। আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৬ মিনিট আগেদ্বিপক্ষীয় পর্যটনের প্রচার, বাণিজ্য, প্রতিনিধিদলের আদান-প্রদান সহজ করার লক্ষ্যে এবং উভয় দেশের ভ্রমণকারী, প্রশিক্ষণ আদান- প্রদানের জন্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশ- আটাব এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
২৩ মিনিট আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মঈনের নেতৃত্বে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের গতকাল বুধবার মারামারি ও ভুল-বোঝাবুঝি ঘটনার সুরাহা হয়েছে। উভয় কলেজের শিক্ষার্থীরা, দুই কলেজের অধ্যক্ষ ও কলেজ প্রশাসনের বিভিন্ন স্তরের শিক্ষকদের উপস্থিতি এ ঘটনার সুরাহা করা হয়।
২৬ মিনিট আগে