চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক মৎস্য প্রকল্পের ইজারাদারকে একদল দুর্বৃত্ত চারদিক থেকে ঘিরে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁকে বেদম পিটিয়ে দুর্বত্তরা মৎস্য প্রকল্প থেকে নগদ টাকা, মাছের খাদ্য লুট করে নিয়ে যায়।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে তাঁকে নির্যাতনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে পড়েছে। এর আগে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী গ্রামে এ নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৫২)। তিনি কোনাখালী ইউনিয়নের নতুনঘোনাপাড়া গ্রামের মৃত হারুনূর রশীদের ছেলে। শহীদুল ইসলাম কোনাখালীর চেয়ারম্যান দিদারুল হক সিকদারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
শহীদুল ইসলাম বলেন, একটি মৎস্য প্রকল্প ইজারা নিয়ে সেখানে মাছ ও ফলের বাগান করতাম। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কোনাখালীর বাংলাবাজার গ্রামের সালাহউদ্দিন, মনির, রাসেল ও কলিমুল্লাহের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মৎস্য প্রকল্পে লুটপাট চালায়। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকাতেই এ হামলা হয়েছে।
তিনি জানান, প্রকল্প থেকে ২৫ বস্তা মাছের খাদ্য (ফিড), মাছের খাদ্য ক্রয়ের জন্য রক্ষিত ১ লাখ ২৩ হাজার টাকা, দুটি মোবাইল ও গাছ থেকে পেঁপে লুট করে নিয়ে যায়। লুটের খবর পেয়ে সেখানে বাধা দিতে গেলে তাকে চারদিক থেকে ঘিরে লাঠিসোঁটা নিয়ে বেদম মারধর ও নির্যাতন চালানো হয়। তাঁকে মুমূর্ষু অবস্থায় ফেলে গেলে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সেখানে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক মৎস্য প্রকল্পের ইজারাদারকে একদল দুর্বৃত্ত চারদিক থেকে ঘিরে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁকে বেদম পিটিয়ে দুর্বত্তরা মৎস্য প্রকল্প থেকে নগদ টাকা, মাছের খাদ্য লুট করে নিয়ে যায়।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে তাঁকে নির্যাতনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে পড়েছে। এর আগে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী গ্রামে এ নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৫২)। তিনি কোনাখালী ইউনিয়নের নতুনঘোনাপাড়া গ্রামের মৃত হারুনূর রশীদের ছেলে। শহীদুল ইসলাম কোনাখালীর চেয়ারম্যান দিদারুল হক সিকদারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
শহীদুল ইসলাম বলেন, একটি মৎস্য প্রকল্প ইজারা নিয়ে সেখানে মাছ ও ফলের বাগান করতাম। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কোনাখালীর বাংলাবাজার গ্রামের সালাহউদ্দিন, মনির, রাসেল ও কলিমুল্লাহের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মৎস্য প্রকল্পে লুটপাট চালায়। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকাতেই এ হামলা হয়েছে।
তিনি জানান, প্রকল্প থেকে ২৫ বস্তা মাছের খাদ্য (ফিড), মাছের খাদ্য ক্রয়ের জন্য রক্ষিত ১ লাখ ২৩ হাজার টাকা, দুটি মোবাইল ও গাছ থেকে পেঁপে লুট করে নিয়ে যায়। লুটের খবর পেয়ে সেখানে বাধা দিতে গেলে তাকে চারদিক থেকে ঘিরে লাঠিসোঁটা নিয়ে বেদম মারধর ও নির্যাতন চালানো হয়। তাঁকে মুমূর্ষু অবস্থায় ফেলে গেলে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সেখানে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সাতক্ষীরার বিনেরপোতায় মাটি বহনকারী ট্রাকের সঙ্গে ভাড়ায়চালিত মোটরসাইকেলের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা এলাকার মেঘনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করেন।
৩৬ মিনিট আগেরাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন ধরে রাতে জ্বলে না অনেক বাতি। ফলে সন্ধ্যা নামলেই অন্ধকারাচ্ছন্ন সড়কে চলতে গিয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ ছাড়া অন্ধকার পরিবেশের কারণে বেড়েছে অপরাধ ও দুর্ঘটনার ঝুঁকিও।
১ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৫ জন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা ও কথিত শান্তি সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মুচলেকা দিয়ে পার পেয়ে
২ ঘণ্টা আগেরাজধানীর মগবাজার এলাকায় মহিষের গুঁতায় সাথী আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন—শামছু মিয়া (৫০), নাদিরা আক্তার (২৩) ও তা
১১ ঘণ্টা আগে