উপজেলা পরিষদ নির্বাচন: কসবায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশকে কুপিয়ে জখম করা হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার শাহপুর এলাকায় হামলার এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

কসবা থানা-পুলিশ জানায়, আজ সোমবার ভোরে উপজেলার শাহপুর এলাকায় দুর্বৃত্তরা এমদাদুল হক পলাশের ওপর হামলা চালায়। তাতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ভূঁইয়া কাউসার জীবন বলেন, ‘প্রতিপক্ষের লোকজন নির্বাচনে আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। নির্বাচনে ভয়ভীতি সৃষ্টি করছে। যাতে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে না যায়।’ এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। 

এ ব্যাপারে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত