পচা ভুসি, রং ও কাঠের গুঁড়া দিয়ে মসলা তৈরি, জেলা–জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ২৩: ১৭

চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় একটি মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়ে নিম্ন মানের ভুসি মিশ্রিত ৯০০ কেজি মসলা জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা এবং এক বছর কারাদণ্ড দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের চাক্তাই এলাকার মিয়াখান নগর ব্রিজের পাশে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

অভিযানে কারখানার মালিক বাচ্চু মিয়াসহ চার শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। পরে বাচ্চুকে এক লাখ টাকা জরিমানা এবং এক বছর কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর রং, কয়লা, কাঠের গুঁড়া জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। 

এই বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, প্রতি বছরই পবিত্র রমজান মাসে অধিক মুনাফার আশায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রামে এ ধরনের ভেজাল মসলা উৎপাদন ও বাজারজাত করেন। চলতি বছর রমজানে চট্টগ্রামে যেন এ রকম ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত