কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সরকারের সঙ্গে চীন কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জি মিং। তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গারা কীভাবে স্বদেশে ফিরে যাবে সে লক্ষ্যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে চীন মধ্যস্থতা করছে।’
দুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বাংলাদেশ সরকারের প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি এবং ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। দ্রুত সময়ে রোহিঙ্গারা তাঁদের দেশে ফিরে যাক সেটাই চায় চীন।
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন কার্যক্রমে চীন সব সময় বাংলাদেশ এবং মিয়ানমারকে সহযোগিতা করে আসছে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকেও রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সব রকম সহযোগিতা করে যাবে চীন।’
চীনের রাষ্ট্রদূত আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরকালে এসব কথা বলেন।
রাষ্ট্রদূত লি জি মিং বলেন, ‘চীন বাংলাদেশের একান্ত বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের জনগণের জন্য সব সময় চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। মিয়ানমারের বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের সাধারণ মানুষ চিকিৎসা সেবাসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ কক্সবাজারের মানুষের জন্য ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। তিনি সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন—কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশীদ ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান প্রমুখ।
রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সরকারের সঙ্গে চীন কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জি মিং। তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গারা কীভাবে স্বদেশে ফিরে যাবে সে লক্ষ্যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে চীন মধ্যস্থতা করছে।’
দুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বাংলাদেশ সরকারের প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি এবং ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। দ্রুত সময়ে রোহিঙ্গারা তাঁদের দেশে ফিরে যাক সেটাই চায় চীন।
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন কার্যক্রমে চীন সব সময় বাংলাদেশ এবং মিয়ানমারকে সহযোগিতা করে আসছে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকেও রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সব রকম সহযোগিতা করে যাবে চীন।’
চীনের রাষ্ট্রদূত আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরকালে এসব কথা বলেন।
রাষ্ট্রদূত লি জি মিং বলেন, ‘চীন বাংলাদেশের একান্ত বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের জনগণের জন্য সব সময় চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। মিয়ানমারের বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের সাধারণ মানুষ চিকিৎসা সেবাসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ কক্সবাজারের মানুষের জন্য ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। তিনি সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন—কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশীদ ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান প্রমুখ।
বগুড়ার কাহালুতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামে এই ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেময়মনসিংহে চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় পাকা রাস্তার পাশের ধান খেত থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। বার সমিতির সদস্যরা তাতে অংশ নেন।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের আটক করে।
২ ঘণ্টা আগে