শিক্ষককে বদলির জন্য ঘুষ দাবি, দুদকের মামলায় শিক্ষা কর্মকর্তার আড়াই বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ জুন ২০২৩, ২০: ৫২
Thumbnail image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বরখাস্ত) আজিমেল কদরকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শিক্ষককে বদলির জন্য ঘুষ দাবি করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদের আদালত এই রায় দেন। আজিমেল কদর ঢাকা জেলার দোহার থানার দক্ষিণ জয়পাড়া এলাকার হাসান আলীর ছেলে।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আসামির বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হয়েছে। এই কারণে উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিমেল কদরকে দুদক আইনের দুটি ধারায় আড়াই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। 
 
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা আক্তারকে বদলির জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন আজিমেল কদর। এ ঘটনায় ২০১৯ সালের ২৭ মার্চ তাসলিমা আক্তার দুদক চট্টগ্রাম জেলা অফিসে অভিযোগ করেন। ২০১৯ সালের ২৮ মার্চ দুদক টিম ফাঁদ পেতে ঘুষের টাকাসহ আজিমেল কদরকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এ ঘটনায় ফটিকছড়ি থানায় দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুদক তদন্ত শেষে আদালতে চার্জশিটও দাখিল করে। ২০২০ সালের ১৯ নভেম্বর আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

এ বিষয়ে কাজী ছানোয়ার আহমেদ বলেন, মামলাটিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় আদালতে। রায়ের সময় আসামি আজিমেল কদর আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত