দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের সংগঠক অংথোই মারমা নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৪৫
Thumbnail image

খাগড়াছড়ির গুইমারায় দুর্বৃত্তের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) মারা গেছেন। আজ শুক্রবার সকালে উপজেলার দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। 

নিহত অংথোই মারমা উপজেলার বুদংপাড়ার কংহ্লাউ মারমার ছেলে।

উদ্ধার হওয়া একটি অস্ত্র, ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলির খোসাওসি আব্দুর রশিদ বলেন, ‘তিনি দীর্ঘদিন যাবৎ সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন। সকালে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ানপাড়া এলাকায় সন্ত্রাসীরা তাঁর ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত