থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানে থানচি উপজেলায় ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষে এক মাঝি নিহত হয়েছে। আজ রোববার সকালে সাঙ্গু নদীর উজানে পদ্মামুখঝিরি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহত সামংগ্য ত্রিপুরা (৫০) রেমাক্রি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খেসাপ্রু পাড়ার বাসিন্দা মৃত বাসামনি ত্রিপুরার ছেলে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, রোববার সকালে ৭ জন পর্যটক ও একজন গাইড নিয়ে সাঙ্গু নদীর উজানে রেমাক্রির দিকে যাচ্ছিলেন সামংগ্য ত্রিপুরা। সকাল দশটার দিকে পদ্মামুখঝিরি এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি নৌকার সঙ্গে তাঁর নৌকার সংঘর্ষ ঘটে। এ সময় সামংগ্য ত্রিপুরা মারাত্মক আঘাত পান। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে নৌকায় অবস্থান করা যাত্রীরা কোনো আঘাত পাননি।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক মো. আব্দুল্লাহ্ আল নোমান জানান, সামংগ্য ত্রিপুরা ইঞ্জিন নৌকার পেছনে থাকা পাখা গলায় লেগে মারাত্মক আঘাত পান। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন তিনি।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে সামংগ্য ত্রিপুরার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বান্দরবানে থানচি উপজেলায় ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষে এক মাঝি নিহত হয়েছে। আজ রোববার সকালে সাঙ্গু নদীর উজানে পদ্মামুখঝিরি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহত সামংগ্য ত্রিপুরা (৫০) রেমাক্রি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খেসাপ্রু পাড়ার বাসিন্দা মৃত বাসামনি ত্রিপুরার ছেলে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, রোববার সকালে ৭ জন পর্যটক ও একজন গাইড নিয়ে সাঙ্গু নদীর উজানে রেমাক্রির দিকে যাচ্ছিলেন সামংগ্য ত্রিপুরা। সকাল দশটার দিকে পদ্মামুখঝিরি এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি নৌকার সঙ্গে তাঁর নৌকার সংঘর্ষ ঘটে। এ সময় সামংগ্য ত্রিপুরা মারাত্মক আঘাত পান। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে নৌকায় অবস্থান করা যাত্রীরা কোনো আঘাত পাননি।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক মো. আব্দুল্লাহ্ আল নোমান জানান, সামংগ্য ত্রিপুরা ইঞ্জিন নৌকার পেছনে থাকা পাখা গলায় লেগে মারাত্মক আঘাত পান। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন তিনি।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে সামংগ্য ত্রিপুরার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আদমজী ইপিজেডে এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ বাতিল এবং নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগে