চাঁদপুর (ফরিদগঞ্জ) প্রতিনিধি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০টি গ্রামের মুসলমানরা আজ শনিবার থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন।
এসব গ্রামের বাসিন্দারা গতকাল শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় এবং ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন।
আজ থেকে যেসব গ্রামে রোজা শুরু হয়েছে সেগুলো হলো— মুন্সিরহাট, লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, বাচপাড়, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুড়ঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর।
গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পির মরহুম মাওলানা ইসহাক (রহ.)কে অনুসরণ করে ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানের রোজা এবং দুই ঈদ পালন করে আসছেন এসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা।
ভূলাচোঁ এলাকার মোশারফ হোসেন মিলন মিয়া, সবুজ ও ইব্রাহিম খলিল জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টায় তাঁদের মসজিদে তারাবির নামাজ আদায় করা হয়। তারপর ভোররাতে সাহরি খেয়ে রোজা পালন শুরু করেছেন তাঁরা।
মুন্সিরহাট এলাকার কবির হোসেন, কামতা এলাকার ইয়াকুব মিজিসহ অনেকে জানান, পূর্বপুরুষেরা যেভাবে রোজা রেখেছেন, ঈদ করেছেন, তাঁরাও সেভাবে রোজা ও ঈদ পালন করে আসছেন।
ভূলাচোঁ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাই বলেন, তাঁর মসজিদে শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করা হয়েছে। আজ শনিবার প্রথম রোজা রেখেছেন তাঁরা।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০টি গ্রামের মুসলমানরা আজ শনিবার থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন।
এসব গ্রামের বাসিন্দারা গতকাল শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় এবং ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন।
আজ থেকে যেসব গ্রামে রোজা শুরু হয়েছে সেগুলো হলো— মুন্সিরহাট, লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, বাচপাড়, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুড়ঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর।
গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পির মরহুম মাওলানা ইসহাক (রহ.)কে অনুসরণ করে ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানের রোজা এবং দুই ঈদ পালন করে আসছেন এসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা।
ভূলাচোঁ এলাকার মোশারফ হোসেন মিলন মিয়া, সবুজ ও ইব্রাহিম খলিল জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টায় তাঁদের মসজিদে তারাবির নামাজ আদায় করা হয়। তারপর ভোররাতে সাহরি খেয়ে রোজা পালন শুরু করেছেন তাঁরা।
মুন্সিরহাট এলাকার কবির হোসেন, কামতা এলাকার ইয়াকুব মিজিসহ অনেকে জানান, পূর্বপুরুষেরা যেভাবে রোজা রেখেছেন, ঈদ করেছেন, তাঁরাও সেভাবে রোজা ও ঈদ পালন করে আসছেন।
ভূলাচোঁ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাই বলেন, তাঁর মসজিদে শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করা হয়েছে। আজ শনিবার প্রথম রোজা রেখেছেন তাঁরা।
সিরাজগঞ্জের কামারখন্দে মশার কয়েলের আগুন থেকে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষকের পাঁচটি গরু দগ্ধ হয়েছে। আগুন নেভাতে গিয়ে মালিক মো. খোকা আকন্দ (৫৫) গুরুতর দগ্ধ হন। তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২১ মিনিট আগেঝিনাইদহের কালীগঞ্জে তালেব হোসেন (৩০) নামের এক যুবককে পেটে রড ঢুকিয়ে হত্যা করা হয়েছে। তাঁকে রক্ষা করতে এগিয়ে আসায় তালেবের শ্বশুরকে পিটিয়ে আহত করা হয়। পূর্ব বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাশিপুর বেদে পল্লিতে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকক্সবাজারের টেকনাফে ভাশুরের ছুরিকাঘাতে জান্নাত আরা (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। দুই সন্তানের মা নিহত জান্নাত আরা ওই এলাকার ইসমাইল মিরকিসের স্ত্রী।
১ ঘণ্টা আগেজানা গেছে, সড়কের পাশে বৃদ্ধ সাইদ মোল্লার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আশপাশের বিভিন্ন এলাকায় খবর দেন। একপর্যায়ে প্রায় দুই কিলোমিটার দূরে রক্তমাখা ভ্যানসহ সৈকত ঢালীকে নামের এক যুবককে লোকজন ধরে ফেলেন। পরে তাঁকে সাইদের লাশের কাছে নিয়ে এসে বেদম পিটুনি দেন।
২ ঘণ্টা আগে