Ajker Patrika

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদগঞ্জের ২০ গ্রামে রোজা শুরু

চাঁদপুর (ফরিদগঞ্জ) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০টি গ্রামের মুসলমানরা আজ শনিবার থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন।

এসব গ্রামের বাসিন্দারা গতকাল শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় এবং ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন।

আজ থেকে যেসব গ্রামে রোজা শুরু হয়েছে সেগুলো হলো— মুন্সিরহাট, লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, বাচপাড়, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুড়ঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর।

গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পির মরহুম মাওলানা ইসহাক (রহ.)কে অনুসরণ করে ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানের রোজা এবং দুই ঈদ পালন করে আসছেন এসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা।

ভূলাচোঁ এলাকার মোশারফ হোসেন মিলন মিয়া, সবুজ ও ইব্রাহিম খলিল জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টায় তাঁদের মসজিদে তারাবির নামাজ আদায় করা হয়। তারপর ভোররাতে সাহরি খেয়ে রোজা পালন শুরু করেছেন তাঁরা।

মুন্সিরহাট এলাকার কবির হোসেন, কামতা এলাকার ইয়াকুব মিজিসহ অনেকে জানান, পূর্বপুরুষেরা যেভাবে রোজা রেখেছেন, ঈদ করেছেন, তাঁরাও সেভাবে রোজা ও ঈদ পালন করে আসছেন।

ভূলাচোঁ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাই বলেন, তাঁর মসজিদে শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করা হয়েছে। আজ শনিবার প্রথম রোজা রেখেছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত