চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুর

চাঁদপুর প্রতিনিধি
Thumbnail image
চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ভাঙচুর চালানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও পরিবহনশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা টোলঘর ভাঙচুর করেন। এতে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁদপুর সেতুর ওপর ও বাগাদি সড়ক মোড়ে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধে করে দেওয়া হয়। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সিএনজিচালিত অটোরিকশার চালক রিয়াদ বলেন, ‘সকালে খালি সিএনজি নিয়ে যাওয়ার সময় আমার কাছে টোল চাওয়া হয়। আমি টোল দেব না বললে আমাকে মারধর করেন শ্রমিকেরা। তাঁরা অবৈধভাবে আর কত দিন টোল নেবেন।’

চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মারুফ হোসেন বলেন, এই সেতুতে টোল আদায়ে নতুন করে তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। অর্থের পরিমাণ ৯ কোটি টাকার বেশি। কিন্তু যানবাহনের চালকেরা টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। অনেক আগে সাবেক সংসদ সদস্য প্রয়াত শামছুল হক ভূঁইয়া টোল বন্ধের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত