চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও পরিবহনশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা টোলঘর ভাঙচুর করেন। এতে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁদপুর সেতুর ওপর ও বাগাদি সড়ক মোড়ে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধে করে দেওয়া হয়। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সিএনজিচালিত অটোরিকশার চালক রিয়াদ বলেন, ‘সকালে খালি সিএনজি নিয়ে যাওয়ার সময় আমার কাছে টোল চাওয়া হয়। আমি টোল দেব না বললে আমাকে মারধর করেন শ্রমিকেরা। তাঁরা অবৈধভাবে আর কত দিন টোল নেবেন।’
চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মারুফ হোসেন বলেন, এই সেতুতে টোল আদায়ে নতুন করে তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। অর্থের পরিমাণ ৯ কোটি টাকার বেশি। কিন্তু যানবাহনের চালকেরা টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। অনেক আগে সাবেক সংসদ সদস্য প্রয়াত শামছুল হক ভূঁইয়া টোল বন্ধের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও পরিবহনশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা টোলঘর ভাঙচুর করেন। এতে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁদপুর সেতুর ওপর ও বাগাদি সড়ক মোড়ে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধে করে দেওয়া হয়। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সিএনজিচালিত অটোরিকশার চালক রিয়াদ বলেন, ‘সকালে খালি সিএনজি নিয়ে যাওয়ার সময় আমার কাছে টোল চাওয়া হয়। আমি টোল দেব না বললে আমাকে মারধর করেন শ্রমিকেরা। তাঁরা অবৈধভাবে আর কত দিন টোল নেবেন।’
চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মারুফ হোসেন বলেন, এই সেতুতে টোল আদায়ে নতুন করে তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। অর্থের পরিমাণ ৯ কোটি টাকার বেশি। কিন্তু যানবাহনের চালকেরা টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। অনেক আগে সাবেক সংসদ সদস্য প্রয়াত শামছুল হক ভূঁইয়া টোল বন্ধের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
৮ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
১৫ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩৭ মিনিট আগে