ইউপি চেয়ারম্যানের সম্প্রীতি সভায় আসেননি ১২ সদস্যের কেউই

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২২: ১১
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১০: ৩৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান আয়োজিত সম্প্রীতি সমাবেশে পুলিশ, প্রশাসন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হলেও পরিষদের ১২ জন সদস্যের কেউ উপস্থিত হননি।

আজ সোমবার সন্ধ্যায় পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার হোসেনের সভাপতিত্বে পরিষদ প্রাঙ্গণে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সম্প্রীতি সমাবেশে অনুপস্থিত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে পাকশিমুল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার (ইউপি) সুজন মাহমুদ বলেন, ‘চেয়ারম্যান কাউছার হোসেনের বিরুদ্ধে ইউএনও মহোদয়ের কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছি। অনাস্থা কার্যকর না হওয়া পর্যন্ত আমরা ১২ জন মেম্বার তাঁর কোনো অনুষ্ঠানে যাব না। তাঁর সভাপতিত্বে কোনো সমাবেশে অংশগ্রহণ করব না। এটা আমাদের পরিষদের ১২ জন মেম্বারের মিলিত সিদ্ধান্ত।’

এ বিষয়ে চেয়ারম্যান কাউছার হোসেন বলেন, ‘আমরা ইউএনও মহোদয়ের নির্দেশে সব ইউপি সদস্যের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি। তাঁরা কেন এই সম্প্রীতি সমাবেশে উপস্থিত হননি, এটা তাঁরাই বলতে পারবেন। তাঁদের সঙ্গে আমার একটু ব্যক্তিগত ঝামেলা আছে, হয়তো এ কারণে আসেননি।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত