চট্টগ্রাম প্রতিনিধি
বান্দরবানে আবারও সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে বিস্ফোরণে গুরুতর আহত হলে ওই সেনাসদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন।
নিহত সেনাসদস্যের নাম তুজাম হোসেন (৩০)। তিনি রাজবাড়ী জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় কেএনএফের একটি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে বলে অভিযোগ পান রুমা সেনা জোনের সদস্যরা। ওই এলাকার বসবাসরত স্থানীয় বাসিন্দাদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকালের দিকে সেখানে অভিযান চালান তাঁরা। দলটি কেএনএফ প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। তবে এ সময় তাঁদের পুঁতে রাখা আইইডি মাইন (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে সেনাসদস্য তুজাম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়ায় এ ঘটনা ঘটে। কেএনএফের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে সেনাসদস্য তুজাম হোসেন আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই সেনাসদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
এর আগে ২৩ মে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী ধোপানিছড়া বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় মাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামে এক শ্রমিক নিহত হন এবং দুলাল (৩৫) নামে আরেক শ্রমিক আহত হন।
বান্দরবানে আবারও সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে বিস্ফোরণে গুরুতর আহত হলে ওই সেনাসদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন।
নিহত সেনাসদস্যের নাম তুজাম হোসেন (৩০)। তিনি রাজবাড়ী জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় কেএনএফের একটি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে বলে অভিযোগ পান রুমা সেনা জোনের সদস্যরা। ওই এলাকার বসবাসরত স্থানীয় বাসিন্দাদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকালের দিকে সেখানে অভিযান চালান তাঁরা। দলটি কেএনএফ প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। তবে এ সময় তাঁদের পুঁতে রাখা আইইডি মাইন (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে সেনাসদস্য তুজাম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়ায় এ ঘটনা ঘটে। কেএনএফের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে সেনাসদস্য তুজাম হোসেন আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই সেনাসদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
এর আগে ২৩ মে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী ধোপানিছড়া বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় মাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামে এক শ্রমিক নিহত হন এবং দুলাল (৩৫) নামে আরেক শ্রমিক আহত হন।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সার্ভিস লেনে চার মাস ধরে নিভে আছে সব সড়কবাতি। ফলে রাত নামলেই সড়কজুড়ে নেমে আসে ঘোর অন্ধকার। এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কাও। তার কেটে চুরির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
২ ঘণ্টা আগেনির্বাচনী হাওয়া বইছে হাওর-ভাটির জেলা সুনামগঞ্জে। আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা ঘিরে সরগরম জেলার পাঁচটি সংসদীয় আসন। মনোনয়নপ্রত্যাশীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সদ্য শেষ হওয়া দুর্গাপূজায় মন্দিরে মন্দিরে গিয়ে সম্প্রীতি ভাগাভাগি করতে দেখা যায় তাঁদের। খোঁজ নিয়ে জানা গেছে
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর এলাকায় ঘর থেকে ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও কলেজপড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমের (২০) জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে।
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারীতে জানাজার নামাজ শেষে মজলিসবিবির দীঘির পাড়ে চিরনিদ্রায় শায়িত হলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জানাজার নামাজ সম্পন্ন হয়।
৫ ঘণ্টা আগে