চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে মোহাম্মদ হোছাইনগীর (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোছাইনগীর ওই ইউনিয়নের ছনুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে। অভিযুক্ত তরুণের নাম মোহাম্মদ ফোরকান কালু (১৮)। তিনি হোছাইনগীরের ভাই মো. হাসানগীরের ছেলে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরহাদ (২২)। তিনি হোছাইনগীরের ভাই মো. জাহাংগীরের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. ফোরকানের মা হোসনে আরা বেগমের দাবি, তিনি স্বপ্নে স্বর্ণের পাতিল পেয়েছেন। সেই পাতিল হোছাইনগীরের স্ত্রী জুনাইদা বেগম সরিয়ে ফেলেছেন। এ নিয়ে দুই পরিবারে কদিন ধরে ঝগড়া চলছিল।
গতকাল শুক্রবার বিকেলে দুই পরিবারের সদস্যরা কথা-কাটাকাটির একপর্যায়ের মারামারিতে জড়িয়ে পড়ে। তাতে হোছাইনগীরের মেয়ে আহত হয়। পরে সন্ধ্যায় ইউনিয়নের ফুলতলা স্টেশনে হোছাইনগীরকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ভাতিজা ফোরকান। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোছাইনগীরের স্ত্রী জুনাইদা বেগম বলেন, ‘হোসনে আরা বেগম রাতে নাকি স্বপ্নে স্বর্ণের ডেক পেয়েছেন। তা আমি ও আমার স্বামী সরিয়ে রেখেছি বলে কদিন ধরে ঝগড়া করছিল। গতকাল শুক্রবার আমার মেয়ের মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। এরপর তর্কাতর্কির জেরে ফোরকান আমার স্বামীকে হত্যা করে।’
এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফোরকানকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’
কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে মোহাম্মদ হোছাইনগীর (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোছাইনগীর ওই ইউনিয়নের ছনুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে। অভিযুক্ত তরুণের নাম মোহাম্মদ ফোরকান কালু (১৮)। তিনি হোছাইনগীরের ভাই মো. হাসানগীরের ছেলে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরহাদ (২২)। তিনি হোছাইনগীরের ভাই মো. জাহাংগীরের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. ফোরকানের মা হোসনে আরা বেগমের দাবি, তিনি স্বপ্নে স্বর্ণের পাতিল পেয়েছেন। সেই পাতিল হোছাইনগীরের স্ত্রী জুনাইদা বেগম সরিয়ে ফেলেছেন। এ নিয়ে দুই পরিবারে কদিন ধরে ঝগড়া চলছিল।
গতকাল শুক্রবার বিকেলে দুই পরিবারের সদস্যরা কথা-কাটাকাটির একপর্যায়ের মারামারিতে জড়িয়ে পড়ে। তাতে হোছাইনগীরের মেয়ে আহত হয়। পরে সন্ধ্যায় ইউনিয়নের ফুলতলা স্টেশনে হোছাইনগীরকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ভাতিজা ফোরকান। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোছাইনগীরের স্ত্রী জুনাইদা বেগম বলেন, ‘হোসনে আরা বেগম রাতে নাকি স্বপ্নে স্বর্ণের ডেক পেয়েছেন। তা আমি ও আমার স্বামী সরিয়ে রেখেছি বলে কদিন ধরে ঝগড়া করছিল। গতকাল শুক্রবার আমার মেয়ের মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। এরপর তর্কাতর্কির জেরে ফোরকান আমার স্বামীকে হত্যা করে।’
এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফোরকানকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’
জামালপুরের বকশীগঞ্জে আজমাইন হোসেন (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মালিরচর ধুমালীপাড়া গ্রামের নিজের ঘর থেকেই ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেস্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাত ১১টার দিকে ব্যবসায়ী মনির হোসেনের জামাতা রুবেল মদ্যপ অবস্থায় তাঁর চাচা শ্বশুর মুক্তার হোসেনকে (মনিরের ছোট ভাই) গালিগালাজ করতে থাকেন। এ নিয়ে রুবেল ও স্থানীয় কয়েকজনের মধ্যে ঝগড়া বাধে। এ সময় কেউ একজন নৈশপ্রহরী রুবেলকে ফোন কল করে ডেকে আনেন। নৈশপ্রহরী রুবেল ঘটনাস্থলে..
১ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগলে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার ঈদের দিন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহাইটেক পার্কে রূপান্তর হতে যাচ্ছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে জানান।
১ ঘণ্টা আগে