সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে কাজ করছে: বীর বাহাদুর

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ২২: ৩৪

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘বর্তমান সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করে যাবে।’ 

আজ বুধবার নাইক্ষ্যংছড়ির বটতলী স্টেশনে ২৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পার্বত্য মন্ত্রী বলেন, ‘পার্বত্য দুর্গম এলাকায় যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইছে। আর এর সুফল পাচ্ছে স্থানীয় জনগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানেই এ উন্নয়ন সম্ভব হয়েছে।’ 

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ্যনিং মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ইয়াছির আরাফাত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, থানার ওসি টানটু সাহা। 

আরও বক্তব্য দেন পিআইও মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু তাহের কোম্পানি, জেলা আওয়ামী লীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ক্যানে ওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, ভাইস চেয়ারম্যান মহিলা শামীমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত