চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৪: ০০
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। ছবি: সংগৃহীত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চাঁদপুরের সড়ক বিভাগ যৌথ উদ্যোগে রাস্তার জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

তিনি বলেন, সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সড়ক বিভাগ ও যৌথ বাহিনী সহযোগিতা করেছে।

বাকিলার স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কয়েক দিন পরে আবারও সড়কের দুই পাশ দখল হয়ে যায়। উচ্ছেদ করে সরকারের যে অর্থ ও সময় ব্যয় হয় সেটির ফলাফল আর পাওয়া যায় না।

হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) উচ্ছেদ অভিযান চালায়। ছবি: সংগৃহীত
হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) উচ্ছেদ অভিযান চালায়। ছবি: সংগৃহীত

তারা আরও জানান, উচ্ছেদ অভিযানের টের পেয়ে অবৈধ দখলে থাকা কিছু ব্যবসায়ী গতকাল রাতে ও আজ সকালে তাদের স্থাপনা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিয়ে যায়।

সওজ সড়ক উপবিভাগ চাঁদপুরের উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সড়কের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের দুই পাশে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে এ সড়কের অন্য স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাপ্রধানের কার্যালয় থেকে সরল পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ভারতের

ইরানের নতুন ড্রোনবাহী রণতরি ‘শহীদ বাঘেরি’, ধরা পড়ল স্যাটেলাইটে

চিন্ময় দাসের উত্থান ও বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ

ফটকে তালা, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে এলেন না কেউ

মাত্র ১১ দিনে যেভাবে আসাদ সরকারের পতন, জানাল বিদ্রোহীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত