Ajker Patrika

নিখোঁজের ২১ ঘণ্টা পর ডাকাতিয়ায় মিলল মাদ্রাসাছাত্রের মরদেহ

চাঁদপুর প্রতিনিধি
নিখোঁজের ২১ ঘণ্টা পর ডাকাতিয়ায় মিলল মাদ্রাসাছাত্রের মরদেহ

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২১ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ-ইউনিটের ডুবুরি দল। 

মৃত ছাত্রের নাম রায়হান কবির (১২)। সে চাঁদপুর শহরের আলিম পাড়ার মো. লোকমান হোসেনের ছেলে ও নতুন বাজার আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। 
 
ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মুসলিম মিয়াজী বলেন, ‘রায়হান এর পরিবারের লোকজন জানিয়েছে গতকাল বিকেল ৪টার দিকে শহরের নতুন বাজার লন্ডন ঘাট এলাকায় গোসল করতে গিয়ে সে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হয়। পরিবার থেকে রাত ১২টায় আমাদের মেসেজ দেওয়া হয়।’ 

তিনি বলেন, ‘আমরা আজ সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশে চেষ্টা চালানোর পর আমাদের ফায়ার ফাইটার (ডুবুরি) মাইনুল ইসলাম তাকে উদ্ধার করতে সক্ষম হন। পরে রায়হানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত