Ajker Patrika

মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে সবিতা রানী দাস (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে পশ্চিম চরবাটা এলাকার শীবচরণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি গরুও মারা গেছে। 

নিহত সবিতা রানী দাস ওই গ্রামের পবিত্র দাসের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টা থেকে উপজেলায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর থেকে ভারিবর্ষণ ও বজ্রপাত শুরু হয়। তাই বাড়ির পাশের মাঠে থাকা গরু আনতে মাঠে যান সবিতা। মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে ফেরার পথে মাঠের মধ্যে বজ্রপাতের শিকার হন তিনি। ঘটনাস্থলেই গরুসহ সবিতা রানী মারা যান। 

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত