কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুর সংরক্ষিত বনের ভেতরে বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া এলাকায় পাহাড়ের একটি জলাধারে হাতির মরদেহটির খোঁজ পায় বন বিভাগ। তবে হাতিটি কখন কীভাবে মারা পড়েছে তা জানাতে পারেনি বন বিভাগ।
বন বিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দু রশিদ জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় বন পাহারাদারেরা হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয়। পরে ময়নাতদন্তের পর হাতিটিকে মাটি চাপা দেওয়া হয়।
আব্দু রশিদ বলেন, পায়ে আঘাত এবং সংক্রমণের কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খুনিয়া পালংয়ের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হক বলেন, ‘দেখে মনে হচ্ছে দু-একদিন আগে হয়তো হাতিটি মারা গেছে। সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন এবং রশি দিয়ে পেছানো ছিল বলে শুনেছি।’
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম বলেন, কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে গত ৬ জুলাই একই বনের দরিয়ারদিঘি বনাঞ্চলে একটি বন্য হাতির মৃত্যু হয়। এ ছাড়া গত ৯ জুন চকরিয়া উপজেলার খুটাখালীর সংরক্ষিত বনে দুর্বৃত্তরা একটি হাতিকে গুলি করে হত্যা করে।
কক্সবাজারের রামুর সংরক্ষিত বনের ভেতরে বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া এলাকায় পাহাড়ের একটি জলাধারে হাতির মরদেহটির খোঁজ পায় বন বিভাগ। তবে হাতিটি কখন কীভাবে মারা পড়েছে তা জানাতে পারেনি বন বিভাগ।
বন বিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দু রশিদ জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় বন পাহারাদারেরা হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয়। পরে ময়নাতদন্তের পর হাতিটিকে মাটি চাপা দেওয়া হয়।
আব্দু রশিদ বলেন, পায়ে আঘাত এবং সংক্রমণের কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খুনিয়া পালংয়ের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হক বলেন, ‘দেখে মনে হচ্ছে দু-একদিন আগে হয়তো হাতিটি মারা গেছে। সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন এবং রশি দিয়ে পেছানো ছিল বলে শুনেছি।’
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম বলেন, কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে গত ৬ জুলাই একই বনের দরিয়ারদিঘি বনাঞ্চলে একটি বন্য হাতির মৃত্যু হয়। এ ছাড়া গত ৯ জুন চকরিয়া উপজেলার খুটাখালীর সংরক্ষিত বনে দুর্বৃত্তরা একটি হাতিকে গুলি করে হত্যা করে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
১৭ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
২৫ মিনিট আগেকারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ও কারারক্ষীদের দুর্ব্যবহারে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে গোয়ালঘরের তালা ভেঙে বিধবা এক নারীর ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাঝিয়ালী গ্রামে এ ঘটনা ঘটেছে। চুরি হওয়া ছোট-বড় ছয়টি গরুর আনুমানিক মূল্য চার লাখ টাকা হবে বলে জানান ভুক্তভোগীরা।
১ ঘণ্টা আগে