Ajker Patrika

পেকুয়ায় ইজিবাইক চার্জে দিতে গিয়ে ২ জনের মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
পেকুয়ায় ইজিবাইক চার্জে দিতে গিয়ে ২ জনের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় ইজিবাইক চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার আপেল উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (২৫) ও মোস্তাফিজুর রহমানের ছেলে কাইছার উদ্দিন (২৮)। 

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, কাইছার উদ্দিন পেশায় একজন ইজিবাইক চালক। আজ দুপুরের দিকে তাঁর ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে যান। ওই সময় তিনি বিদ্যুতায়িত হন কাইছার। তাঁকে উদ্ধার করতে গিয়ে পাশের বাড়ির আমেনা বেগমও বিদ্যুতায়িত হন। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

মগনামা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, বিদ্যুতায়িত হয়ে নিহত দুজন বাজারপাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা। সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে সরকার কর্তৃক ঘর পেয়েছিলেন তাঁরা। 

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত