Ajker Patrika

বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৪ যুবক গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি
বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৪ যুবক গ্রেপ্তার 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি এলজি পিস্তল, দুটি কার্তুজ, একটি ছেনি, তিনটি কিরিচ, একটি লোহার রড ও একটি কান্তা জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। 

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতেরা হলেন একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের মৃত ইমাম হোসেন বাহারের ছেলে শুভ (২১), একই গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে সাগর (২২), শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে তারেক (২২) ও ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রাকিব (২০)। 

পুলিশ জানায়, রাতে একদল ডাকাত একলাশপুরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ। অভিযানের সময় মধুরামপুর গ্রামের ডাকাত সদস্য শুভর ঘরে অভিযান চালানো হয়। ওই ঘরে অবস্থানরত অবস্থায় চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত