Ajker Patrika

ইকবালসহ চারজনের ফের পাঁচ দিনের রিমান্ড

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬: ৩৯
ইকবালসহ চারজনের ফের পাঁচ দিনের রিমান্ড

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চারজনকে আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা এই আদেশ দেন। 

এর আগে শুক্রবার তাদের আদালতে তোলা হয়। এ সময় সিআইডির পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাইলে আদালত ইকবালসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবাল হোসেনসহ চার আসামিকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তাঁদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। 

পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে সহিংসতা ছড়ানোর দায়ে অভিযুক্ত সেই ইকবাল হোসেনকে আজ আবার আদলতে নিয়ে যাওয়া হয়এদিকে কোতোয়ালি থানায় দায়েরকৃত ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলাটি সিআইডিতে হস্তান্তর হয়েছে। সিআইডি আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়েছিলেন। 

গত ১৩ অক্টোবর নানুয়াদীঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন, দারোগাবাড়ী মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর এবং ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে অবহিত করা ইকরামকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে কোরআন রাখার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এঘটনার নেপথ্যে কারা জড়িত তা অনুসন্ধানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত