লক্ষ্মীপুর প্রতিনিধি
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে। যারা রাস্তার ওপর থাকেন। তাঁদের ছোটখাটো বাড়িঘর করে দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করবেন।
খালিদ হোসেন বলেন, ‘দুর্যোগ-দুর্দিনে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের পাশে আছে এবং থাকবে। আলেম সমাজও আপনাদের পাশে আছে।’
আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদরের তেওয়ারিগঞ্জ ইউনিয়নের আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বন্যার্ত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী ও শুকনা খাবার বিতরণ করছে। এমনকি তাঁদের কাপড়-চোপড় সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া তাঁদের বিনা মূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সরকারের পাশাপাশি আসসুন্নাহ ফাউন্ডেশন, বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কর্মীরাও বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানান খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে। যারা রাস্তার ওপর থাকেন। তাঁদের ছোটখাটো বাড়িঘর করে দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করবেন।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করছেন।’
ত্রাণ বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশীদ প্রমুখ।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে। যারা রাস্তার ওপর থাকেন। তাঁদের ছোটখাটো বাড়িঘর করে দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করবেন।
খালিদ হোসেন বলেন, ‘দুর্যোগ-দুর্দিনে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের পাশে আছে এবং থাকবে। আলেম সমাজও আপনাদের পাশে আছে।’
আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদরের তেওয়ারিগঞ্জ ইউনিয়নের আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বন্যার্ত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী ও শুকনা খাবার বিতরণ করছে। এমনকি তাঁদের কাপড়-চোপড় সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া তাঁদের বিনা মূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সরকারের পাশাপাশি আসসুন্নাহ ফাউন্ডেশন, বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কর্মীরাও বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানান খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে। যারা রাস্তার ওপর থাকেন। তাঁদের ছোটখাটো বাড়িঘর করে দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করবেন।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করছেন।’
ত্রাণ বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশীদ প্রমুখ।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৮ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৯ ঘণ্টা আগে