Ajker Patrika

রোয়াংছড়িতে নবনির্বাচিত ৪৮ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪১
রোয়াংছড়িতে নবনির্বাচিত ৪৮ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চার ইউপিতে নবনির্বাচিত ৪৮ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম এ শপথবাক্য পাঠ করান। 

নবনির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন ১ নম্বর রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১২ জন, ২ নম্বর তারাছা ইউনিয়নের ১২ জন, ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ১২ জন, ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নের ১২ জন। 

বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা বলেন, নির্বাচিত প্রত্যেককে এলাকার উন্নয়নের লক্ষ্যে নিজ নিজ ওয়ার্ডে কাজ করতে হবে। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, চারটি ইউনিয়নের ৪৮ জনের মধ্যে প্রবীণ ও নবীন রয়েছে। প্রত্যেককে ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কোন এলাকার জনগণ, কে কোন পার্টি করে, তা দেখার বিষয় নয়। সবাইকে উন্নয়নের কথা মাথায় রেখে কাজ করতে হবে। 

অনুষ্ঠান শেষে সব সদস্যকে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ ধারাগুলো প্রেজেক্টরের মাধ্যমে দেখানো হয়। 

অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা। 

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ওই ৪৮ জন সদস্য নির্বাচিত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত