কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৪ 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ১৩: ২৬
আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৪: ৫৮

কুমিল্লার চান্দিনায় সিএনজিচালিত অটোরিকশায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতদের হলেন-কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের মঞ্জুরুল আলমের মেয়ে ও চান্দিনা পৌর এলাকার ছায়কোট গ্রামের আবু সাঈদের স্ত্রী তন্নী (২০), নিহত তন্নীর মেয়ে মুনতাহা (২), তন্নীর খালা দেবীদ্বারের বাগমারা গ্রামের আবু ইউসুফের স্ত্রী খালা রেজিয়া (৪৫) ও দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে ও সিএনজিচালিত অটোরিকশার চালক হাবিবুর রহমান (২৫)।

আহতরা হলেন-নিহত তন্নীর মা রাজিয়া বেগম (৩৮), ভাই সিয়াম (১৬) ও নিহত রেজিয়ার ছেলে জাহিদ (১৮)।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জালাল উদ্দিন রিমন বলেন, ‘কুমিল্লামুখী অটোরিকশাটিকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতির বাস পেছন থেকে ধাক্কা দেয়। পরে পেছন থেকে অপর একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই নারী মারা যান। এ সময় আমরা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।’

হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন বলেন, হাসপাতালে আনার পর শিশু মুনতাহা ও অটোরিকশাচালক হাবিবুর রহমান মারা যায়। আহত রাজিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলেই দুই নারী নিহত হয়েছেন। পরে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক শিশু ও অটোরিকশাচালক মারা যান। ঘাতক বাস ও পিকআপ ভ্যানকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত