নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পুল সহকারীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীকে সিটি করপোরেশনের গাড়ি চালকেরা অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তাঁকে সিটি করপোরেশনের সাগরিকা স্টোরে অবরুদ্ধ করে রাখা হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, খাল খননের জন্য সোমবার পাঁচটি স্থানে দশটি গাড়ি দেওয়া হয়েছিল। সকাল পৌনে ১০টায় উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম আরও চার-পাঁচটি গাড়ি দিতে পুল সহকারী নুর নবকে কল করেন। এ সময় গাড়ি না থাকায় আর গাড়ি দেওয়া যাচ্ছে না বলে জানালে মোরশেদুল আলম ওয়াকিটকিতে পুল সহকারী নুর নবীকে গালিগালাজ শুরু করেন। এরপর তিন-চারজনকে সঙ্গে নিয়ে অফিসে এসে হুমকি ধামকি দেন। এ সময় তাঁর আচরণে ক্ষুব্ধ হয়ে চালকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ও পুলিশের উপস্থিতি তিনি সাগরিকা স্টোর ত্যাগ করেছেন।
এ সম্পর্কে জানতে উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলমের মোবাইলে একাধিক বার কল করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।
পরে এ জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম একজন পুল সহকারীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠে। এ জন্য ক্ষুব্ধ চালকেরা তাঁকে এক প্রকার ঘেরাও করেন। পরে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে পুলিশের সহায়তায় তাঁকে সরিয়ে আনেন। মেয়র মহোদয় বর্তমানে ঢাকা রয়েছেন, তিনি আসলে এ বিষয়ে তাঁকে অবহিত করা হবে।
পুল সহকারীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীকে সিটি করপোরেশনের গাড়ি চালকেরা অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তাঁকে সিটি করপোরেশনের সাগরিকা স্টোরে অবরুদ্ধ করে রাখা হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, খাল খননের জন্য সোমবার পাঁচটি স্থানে দশটি গাড়ি দেওয়া হয়েছিল। সকাল পৌনে ১০টায় উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম আরও চার-পাঁচটি গাড়ি দিতে পুল সহকারী নুর নবকে কল করেন। এ সময় গাড়ি না থাকায় আর গাড়ি দেওয়া যাচ্ছে না বলে জানালে মোরশেদুল আলম ওয়াকিটকিতে পুল সহকারী নুর নবীকে গালিগালাজ শুরু করেন। এরপর তিন-চারজনকে সঙ্গে নিয়ে অফিসে এসে হুমকি ধামকি দেন। এ সময় তাঁর আচরণে ক্ষুব্ধ হয়ে চালকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ও পুলিশের উপস্থিতি তিনি সাগরিকা স্টোর ত্যাগ করেছেন।
এ সম্পর্কে জানতে উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলমের মোবাইলে একাধিক বার কল করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।
পরে এ জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম একজন পুল সহকারীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠে। এ জন্য ক্ষুব্ধ চালকেরা তাঁকে এক প্রকার ঘেরাও করেন। পরে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে পুলিশের সহায়তায় তাঁকে সরিয়ে আনেন। মেয়র মহোদয় বর্তমানে ঢাকা রয়েছেন, তিনি আসলে এ বিষয়ে তাঁকে অবহিত করা হবে।
চাঁদপুর জেলার ৮ উপজেলায় ৯১ ইটভাটার মধ্যে ৪১ ভাটাই অবৈধ। আর এসব অবৈধ ইটভাটা বন্ধে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। একই দিন ফরিদগঞ্জ উপজেলার তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৪ মিনিট আগেসাভারে এক নারী কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির এক নেতার গাড়িচালক তাঁকে মারধর করেছেন। আজ রোববার সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেঢাকার সাভার থেকে মোহাম্মদ আবু সাঈদ (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার সাভার পৌর এলাকার বাজার রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগেবছর ঘুরলেও শিক্ষার্থীদের মনে ছিল সেই আতঙ্ক। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর রামদা হাতে হামলা চালিয়েছিলেন যিনি, সেই ‘রামদা জাহাঙ্গীর’ ধরা পড়লেন তাঁদেরই হাতে।
১ ঘণ্টা আগে