নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পুল সহকারীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীকে সিটি করপোরেশনের গাড়ি চালকেরা অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তাঁকে সিটি করপোরেশনের সাগরিকা স্টোরে অবরুদ্ধ করে রাখা হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, খাল খননের জন্য সোমবার পাঁচটি স্থানে দশটি গাড়ি দেওয়া হয়েছিল। সকাল পৌনে ১০টায় উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম আরও চার-পাঁচটি গাড়ি দিতে পুল সহকারী নুর নবকে কল করেন। এ সময় গাড়ি না থাকায় আর গাড়ি দেওয়া যাচ্ছে না বলে জানালে মোরশেদুল আলম ওয়াকিটকিতে পুল সহকারী নুর নবীকে গালিগালাজ শুরু করেন। এরপর তিন-চারজনকে সঙ্গে নিয়ে অফিসে এসে হুমকি ধামকি দেন। এ সময় তাঁর আচরণে ক্ষুব্ধ হয়ে চালকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ও পুলিশের উপস্থিতি তিনি সাগরিকা স্টোর ত্যাগ করেছেন।
এ সম্পর্কে জানতে উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলমের মোবাইলে একাধিক বার কল করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।
পরে এ জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম একজন পুল সহকারীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠে। এ জন্য ক্ষুব্ধ চালকেরা তাঁকে এক প্রকার ঘেরাও করেন। পরে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে পুলিশের সহায়তায় তাঁকে সরিয়ে আনেন। মেয়র মহোদয় বর্তমানে ঢাকা রয়েছেন, তিনি আসলে এ বিষয়ে তাঁকে অবহিত করা হবে।
পুল সহকারীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীকে সিটি করপোরেশনের গাড়ি চালকেরা অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তাঁকে সিটি করপোরেশনের সাগরিকা স্টোরে অবরুদ্ধ করে রাখা হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, খাল খননের জন্য সোমবার পাঁচটি স্থানে দশটি গাড়ি দেওয়া হয়েছিল। সকাল পৌনে ১০টায় উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম আরও চার-পাঁচটি গাড়ি দিতে পুল সহকারী নুর নবকে কল করেন। এ সময় গাড়ি না থাকায় আর গাড়ি দেওয়া যাচ্ছে না বলে জানালে মোরশেদুল আলম ওয়াকিটকিতে পুল সহকারী নুর নবীকে গালিগালাজ শুরু করেন। এরপর তিন-চারজনকে সঙ্গে নিয়ে অফিসে এসে হুমকি ধামকি দেন। এ সময় তাঁর আচরণে ক্ষুব্ধ হয়ে চালকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ও পুলিশের উপস্থিতি তিনি সাগরিকা স্টোর ত্যাগ করেছেন।
এ সম্পর্কে জানতে উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলমের মোবাইলে একাধিক বার কল করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।
পরে এ জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম একজন পুল সহকারীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠে। এ জন্য ক্ষুব্ধ চালকেরা তাঁকে এক প্রকার ঘেরাও করেন। পরে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে পুলিশের সহায়তায় তাঁকে সরিয়ে আনেন। মেয়র মহোদয় বর্তমানে ঢাকা রয়েছেন, তিনি আসলে এ বিষয়ে তাঁকে অবহিত করা হবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
৮ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
১২ মিনিট আগেসিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৩ মিনিট আগেস্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাবের কারণে বিগত বছরগুলোতে বিকেন্দ্রীকরণের বিভিন্ন প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। সংরক্ষিত আসনের নারী সদস্যদের কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রেও রয়েছে চ্যালেঞ্জ। গ্রাম আদালতের কার্যকারিতা আশানুরূপ নয়। এই অবস্থায় স্বতন্ত্র ও স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন
১৮ মিনিট আগে