Ajker Patrika

আলীকদম সীমান্ত দিয়ে বান্দরবানে অনুপ্রবেশ, ৮১ রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি
অনুপ্রবেশ করায় রোহিঙ্গাদের আটক করা হয়। ছবি: সংগৃহীত
অনুপ্রবেশ করায় রোহিঙ্গাদের আটক করা হয়। ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৮১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে আলীকদম উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, জেলার আলীকদম উপজেলায় রোহিঙ্গা অনুপ্রবেশের খবর পাওয়ার পর গতকাল রোববার রাত থেকে অভিযানে নামে স্থানীয় প্রশাসন। এ সময় সোমবার সকালে আলীকদম উপজেলা বাস স্টেশন থেকে ৪২ জন, কানামাঝি ক্যাম্প থেকে ২৪ জন, চক্ষ্যং ইউনিয়ন ব্রিজ থেকে ১৪ জন এবং বিজিবি কর্তৃক একজনসহ মোট ৮১ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

সূত্র আরও জানায়, জেলার আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশে করে ৮১ রোহিঙ্গা। তাদের মধ্যে নারী ও শিশু বেশি রয়েছে। তারা বাস স্টেশন এলাকা থেকে বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা প্রশাসনকে খবর জানালে প্রশাসন তাদের আটক করে। পরে স্থানীয় প্রশাসন তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ন দেব জানান, রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছেন কিনা খুঁজে বের করা হবে, সেই সঙ্গে আটক রোহিঙ্গাদের মিয়ানমারে পুশব্যাক করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত