মিরসরাই প্রতিনিধি
মিরসরাই থেকে বিদেশি পিস্তল ও মাদকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ পুলিশ চারজনকে আটক করে। এ সময় তাঁদের দেওয়া তথ্য অনুসারে, একই ইউনিয়নের ঘেরামারা আদর্শ গ্রাম থেকে স্বামী-স্ত্রী দুজনকে বিদেশি পিস্তল ও মাদকসহ আটক করে জোরারগঞ্জ থানা-পুলিশ।
আটককৃতর হলেন—উপজেলার করেরহাট ইউনিয়নের সামনেরখীল ঘেরামারা আদর্শ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. সুমন (৩০), মৃত রুবেল মিয়ার ছেলে মো. রাজু (২৪), আবুল বশরের ছেলে মো. সুমন (৩৪), মৃত মো. হারুনের ছেলে মো. রুবেল (১৯), ঘেরামারা আদর্শ গ্রামের মৃত আহম্মেদ সোবহানের ছেলে মো. মামুন (৩৪) এবং তাঁর স্ত্রী বিবি খতিজা (২৭)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা থেকে ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় হুইস্কিসহ মো. রুবেল, মো. রাজু, মো. সুমন ও রুবেলকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্য অনুসারে ঘেরামারা আদর্শ গ্রাম থেকে ১৪ বোতল ভারতীয় তৈরি হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ১ টি পিস্তল এবং পিস্তলের মধ্যে লাগানো একটি ম্যাগাজিন, ২ রাউন্ড বুলেট, ০১ টি ব্যাটন স্টিকসহ মো. মামুন ও তাঁর স্ত্রী খতিজা বিবি কে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে চালান করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান নূর হোসেন মামুন।
মিরসরাই থেকে বিদেশি পিস্তল ও মাদকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ পুলিশ চারজনকে আটক করে। এ সময় তাঁদের দেওয়া তথ্য অনুসারে, একই ইউনিয়নের ঘেরামারা আদর্শ গ্রাম থেকে স্বামী-স্ত্রী দুজনকে বিদেশি পিস্তল ও মাদকসহ আটক করে জোরারগঞ্জ থানা-পুলিশ।
আটককৃতর হলেন—উপজেলার করেরহাট ইউনিয়নের সামনেরখীল ঘেরামারা আদর্শ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. সুমন (৩০), মৃত রুবেল মিয়ার ছেলে মো. রাজু (২৪), আবুল বশরের ছেলে মো. সুমন (৩৪), মৃত মো. হারুনের ছেলে মো. রুবেল (১৯), ঘেরামারা আদর্শ গ্রামের মৃত আহম্মেদ সোবহানের ছেলে মো. মামুন (৩৪) এবং তাঁর স্ত্রী বিবি খতিজা (২৭)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা থেকে ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় হুইস্কিসহ মো. রুবেল, মো. রাজু, মো. সুমন ও রুবেলকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্য অনুসারে ঘেরামারা আদর্শ গ্রাম থেকে ১৪ বোতল ভারতীয় তৈরি হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ১ টি পিস্তল এবং পিস্তলের মধ্যে লাগানো একটি ম্যাগাজিন, ২ রাউন্ড বুলেট, ০১ টি ব্যাটন স্টিকসহ মো. মামুন ও তাঁর স্ত্রী খতিজা বিবি কে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে চালান করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান নূর হোসেন মামুন।
রাজশাহী নগর মহিলা দলের নেত্রীর বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ছিলেন সড়কের ওপর। তখন কিছুটা দূরে পরপর দুটি ককটেল ফোটে। আত্মরক্ষায় পুলিশ সদস্যরা পাশের একটি সেলুনে ঢুকে পড়েন।
৮ মিনিট আগেবগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযোগ রয়েছে, উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে মামলা করা হয়েছে ছোট ছোট অবৈধ মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে অনেক স্থানেই কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ হয়েছে।
২৮ মিনিট আগেমুনিরা মুনমুন আবৃত্তিশিল্পী। সপ্তাহখানেক আগের এক সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি লেকের পাশে তিনি শিকার হয়েছেন এক চরম অনাকাঙ্ক্ষিত ঘটনার। কিছুতেই ভুলতে পারছেন না বিষয়টি। মুনিরা ও তাঁর এক বান্ধবী রবীন্দ্র সরোবরে লেকের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন।
২৮ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ডাকাতি, সিঁধেল চুরি, ছিনতাই, অপহরণ, চুরি, আত্মহত্যা ও জায়গাজমি-সংক্রান্ত মারামারির ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
১ ঘণ্টা আগে