দুর্নীতি মামলায় ওসি প্রদীপের জামিন নাকচ

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ১৮: ১৫
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৮: ১৫

চট্টগ্রামে দুর্নীতি মামলায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অভিযুক্ত টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের আবারও জামিন নামঞ্জুর হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সিনিয়র মহানগর স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন। 
 
আজ মামলার ধার্য তারিখে তাঁকে আদালতে হাজির করা হয়। এ মামলার আরেক অভিযুক্ত তাঁর স্ত্রী চুমকি কারন পলাতক রয়েছেন। দুজনের বিরুদ্ধে দেওয়া দুদকের চার্জশিট আদালত ১ সেপ্টেম্বর আমলে নিয়ে চুমকি কারনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অবৈধ উপায়ে সম্পদ অর্জনের মামলায় এ-বছর ২৬ জুলাই চট্টগ্রাম নগরের দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন।

দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু আজকের পত্রিকাকে বলেন, আসামির জামিনের বিরোধিতা করেছি। আদালত জামিন নামঞ্জুর করেছেন।

এদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী স্বভু প্রসাদ বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, মামলার বিবরণ আর চার্জশিটের বিবরণে মিল নেই। আমার মক্কেলকে হয়রানি করা হচ্ছে। এসব কারণে আসামি জামিন পেতে পারে। আমরা উচ্চ আদালতে যাব।

আদালত সূত্র জানায়, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের দায়ে গত বছর ২৩ আগস্ট দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। সম্পদ বিবরণীতে ৩ কোটি ৬৬ লাখ ৫১ হাজার ৩০০ টাকার স্থাবর এবং ৪২ লাখ ৮৪ হাজার ৩৯৪ টাকার অস্থাবর সম্পদসহ সর্বমোট ৪ কোটি ৯ লাখ ৩৫ হাজার ৬৯৪ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন। কিন্তু যাচাইয়ে ৩ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৪৭৫ টাকার স্থাবর ও ৫৬ লাখ ২৪ হাজার ৩৯৪ টাকার অস্থাবর সম্পদসহ ৪ কোটি ২২ লাখ ৪৮ হাজার ৮৬৯ টাকার সম্পত্তির হদিস পায় দুদক। অভিযুক্তরা দুদকে দাখিল করা বিবরণীতে ১৩ লাখ ১৪ হাজার ১৭৫ টাকার তথ্য গোপন করেন। অভিযুক্তরা পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে এ সম্পত্তি অর্জন করে যার বৈধ আয়ের উৎস নেই। গত বছর ১৪ সেপ্টেম্বর প্রদীপকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন আদালত।

গত বছর ২০ সেপ্টেম্বর এ-মামলায় আদালত চুমকির স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা এ বছর ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে ২৯ জনকে সাক্ষীর তালিকায় রাখা হয়।

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে গত বছর ৩১ জুলাই নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় প্রদীপের বোন হত্যা মামলা করেন। এ বছর ২৭ জুন প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে ২৭ জুন অভিযোগ গঠন করা হয়। কক্সবাজার আদালতে মামলাটি সাক্ষ্য পর্যায়ে রয়েছে। গত বছর ৬ আগস্ট থেকে কারাগারে আছেন প্রদীপ। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত