লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর পারুল বেগম (২৫) নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও অথবা ধর্ষণের পর তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ পরিত্যক্ত ঘরে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এর আগে গত সোমবার বিকেল পারুল বেগম নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। তিনি সদর উপজেলার টুমচর এলাকার নুর নবীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে মজুচৌধুরীরহাট এলাকায় কোল্ডস্টোরের/// পাশে শিশুরা খেলা করছিল। এ সময় শিশুরা পরিত্যক্ত ঘরে লাশ দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পারুল বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের স্বজনেরা জানান, পারুল বেগম স্বামী পরিত্যক্তা। সোমবার বিকেলে বিসিক শিল্পনগরীতে কাজ করার উদ্দেশেই বাড়ি থেকে বের হন। পরে আর তাঁর কোনো সন্ধান পাননি। পারুল বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁদের। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পারুল বেগম নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহ ও অথবা ধর্ষণের পর তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ পরিত্যক্ত ঘরে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’
মো. মোসলেহ উদ্দিন আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর পারুল বেগম (২৫) নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও অথবা ধর্ষণের পর তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ পরিত্যক্ত ঘরে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এর আগে গত সোমবার বিকেল পারুল বেগম নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। তিনি সদর উপজেলার টুমচর এলাকার নুর নবীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে মজুচৌধুরীরহাট এলাকায় কোল্ডস্টোরের/// পাশে শিশুরা খেলা করছিল। এ সময় শিশুরা পরিত্যক্ত ঘরে লাশ দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পারুল বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের স্বজনেরা জানান, পারুল বেগম স্বামী পরিত্যক্তা। সোমবার বিকেলে বিসিক শিল্পনগরীতে কাজ করার উদ্দেশেই বাড়ি থেকে বের হন। পরে আর তাঁর কোনো সন্ধান পাননি। পারুল বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁদের। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পারুল বেগম নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহ ও অথবা ধর্ষণের পর তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ পরিত্যক্ত ঘরে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’
মো. মোসলেহ উদ্দিন আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রাজশাহীর একটি ছাত্রীনিবাসে নিম্নমানের খাবারের প্রতিবাদ করায় এক ছাত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এর জের ধরে শিক্ষার্থীরা গভীর রাতে একযোগে ছাত্রীনিবাস থেকে বের হয়ে থানায় গেছেন। মিছিল থেকে তারা বিচার চেয়ে নানা স্লোগান দেন। থানায় গিয়ে ছাত্রীদের পক্ষ থেকে ছাত্রীনিবাসের মালিকসহ চারজনের নামে একটি মামলা
৩০ মিনিট আগেচট্টগ্রামে আগ্রাবাদে ক্যানসার সইতে না পেরে সন্তানদের কাছে আবেগঘন সুইসাইড নোট লিখে নিজ বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার (৬৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬টার আগে যেকোনো সময়ে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিকের ২০ নম্বর রোডে একটি বাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শেফালী বেগম (৫০) ও ভাবনা আক্তার (২৪) নামে দুই নারীকে প্রকাশ্যেই পিটিয়েছেন যুবলীগ নেতা রাশেদ আলম। এই ঘটনার একটি ভিডিও রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। এতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ওই যুবকের বিচার দাবি করেছেন...
১ ঘণ্টা আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আগাম দলীয় কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করেছেন মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। গতকাল শনিবার মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড চান্দনা চৌরাস্তা এলাকায় একটি ওয়াজ মাহফিলে ওই ঘোষণা দেন তিনি। এ সময়...
১ ঘণ্টা আগে