Ajker Patrika

জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত, মন্তব্য বিএনপি নেতার

 কুমিল্লা প্রতিনিধি 
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ২২: ৪৩
কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন কামরুল হুদা।  ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন কামরুল হুদা। ছবি: সংগৃহীত

‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।

আজ বুধবার দুপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। এটা আমি বিশ্বাস করি। কারণ, তিনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।’

কামরুল হুদা বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অন্য দিকে শেখ পরিবারে কোনো মুক্তিযোদ্ধা নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস। গত ১৭ বছর আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। জাতীয়তাবাদী দলের আন্দোলনে তাদের সেই উদ্দেশ্য নস্যাৎ হয়েছে। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী দল কোনো ষড়যন্ত্রের পা দেবে না। সব ষড়যন্ত্র নস্যাৎ করে আগামীতে বিএনপিই সরকার গঠন করবে।’

এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনা সৃষ্টি হয়। পরে এ বিষয়ে জানতে চাইলে কামরুল হুদা মোবাইল ফোনে বলেন, ‘আমি সঠিক বলেছি। জিয়াউর রহমান যে মক্কা শরিফে হাজিদের সুবিধার্থে গাছ লাগিয়েছেন তা কি জানেন? এতে হাজিদের সুবিধা হচ্ছে। পবিত্র মক্কা শরিফে নিমগাছ লাগানোর কারণে প্রতিদিন তাঁর নাম নিলে বেহেশত নিশ্চিত।’

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবুল হাসনাত মিয়া মো. জোবায়ের। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত