Ajker Patrika

খালি পিকআপের নিচেই লুকানো ছিল এক মণ গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৮: ২১
খালি পিকআপের নিচেই লুকানো ছিল এক মণ গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। সেই সঙ্গে পিকআপের চালককেও আটক করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের বরগিলা মোড়ে এ ঘটনা ঘটে।

আটক পিকআপের চালক নীরব মিয়া (২২) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ওডাকোনা গ্রামের খোকন আকন্দের ছেলে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিসার ইনচার্জ আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির সদস্যরা সড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় তথ্য অনুযায়ী পিকআপটি এলে তা আটক করা হয়। কিন্তু পিকআপটি ওপরে একেবারে খালি ছিল। পরে তল্লাশির সময় এর বডি উল্টো করলে ভেতরে গাঁজা সাজানো অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় পিকআপের চালককে আটক করা হয়।

আফজাল হোসেন আরও বলেন, পিকআপসহ গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে, তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত