চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করার ঘটনায় দুজনকে বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করছে দলটি।
আজ সোমবার রাতে জেলা ও উপজেলা জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বহিষ্কৃত দুই ব্যক্তিকে সমর্থক হিসেবে উল্লেখ করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—উপজেলা বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে মো. আবুল হাশেম ও মৃত সফিকুর রহমানের ছেলে মো. ওহিদুর রহমান।
দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহাজাহান ও সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী এবং চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান ও সেক্রেটারি মু. বেলাল হোসাইন এক যুক্ত বিবৃতিতে বলেন, বিভিন্ন পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনাটি জামায়াতের দৃষ্টি গোচর হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামায়াতে ইসলামী শুধু বীর মুক্তিযোদ্ধা নয়, দেশের সাধারণ কোনো নাগরিককেও হেনস্তার সমর্থন করে না। এটা একটি দুঃখজনক ঘটনা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করার জন্য জামায়াত নেতৃবৃন্দ জোর দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার সঙ্গে জড়িতরা জামায়াতের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নয়। জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী আইন নিজের হাতে তুলে নেওয়া তারা কোনোভাবে সমর্থন করে না এবং প্রশ্রয় দেয় না।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে জেনেছি, লাঞ্ছিত হওয়া আবদুল হাই কানু তাঁর নিজ এলাকায় হত্যাসহ ৯টি মামলার আসামি। আমরা মনে করি, আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
‘একই সঙ্গে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি এবং শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সমর্থক হওয়া সত্ত্বেও তাদের জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।’
বিএনপির বিক্ষোভ
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত ও এলাকা ছাড়া করার প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলা ও পৌর বিএনপি। আজ রাতে বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রদক্ষিণ করে।
পরে সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা কোনো দুষ্কৃতকারী এবং আওয়ামী লীগের পক্ষে প্রতিবাদ করছি না। আমাদের প্রতিবাদ একজন বীর মুক্তিযোদ্ধাকে যারা অপমান করেছে, তাদের বিরুদ্ধে।’
তাঁরা আরও বলেন, ‘এই মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে যদি ১৯৭১ সালে দেশ স্বাধীন না করতেন, তাহলে আমরা পেতাম না লাল-সবুজের পতাকা।’ তাঁরা দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী পাটোয়ারী নুরু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করার ঘটনায় দুজনকে বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করছে দলটি।
আজ সোমবার রাতে জেলা ও উপজেলা জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বহিষ্কৃত দুই ব্যক্তিকে সমর্থক হিসেবে উল্লেখ করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—উপজেলা বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে মো. আবুল হাশেম ও মৃত সফিকুর রহমানের ছেলে মো. ওহিদুর রহমান।
দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহাজাহান ও সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী এবং চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান ও সেক্রেটারি মু. বেলাল হোসাইন এক যুক্ত বিবৃতিতে বলেন, বিভিন্ন পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনাটি জামায়াতের দৃষ্টি গোচর হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামায়াতে ইসলামী শুধু বীর মুক্তিযোদ্ধা নয়, দেশের সাধারণ কোনো নাগরিককেও হেনস্তার সমর্থন করে না। এটা একটি দুঃখজনক ঘটনা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করার জন্য জামায়াত নেতৃবৃন্দ জোর দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার সঙ্গে জড়িতরা জামায়াতের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নয়। জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী আইন নিজের হাতে তুলে নেওয়া তারা কোনোভাবে সমর্থন করে না এবং প্রশ্রয় দেয় না।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে জেনেছি, লাঞ্ছিত হওয়া আবদুল হাই কানু তাঁর নিজ এলাকায় হত্যাসহ ৯টি মামলার আসামি। আমরা মনে করি, আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
‘একই সঙ্গে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি এবং শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সমর্থক হওয়া সত্ত্বেও তাদের জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।’
বিএনপির বিক্ষোভ
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত ও এলাকা ছাড়া করার প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলা ও পৌর বিএনপি। আজ রাতে বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রদক্ষিণ করে।
পরে সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা কোনো দুষ্কৃতকারী এবং আওয়ামী লীগের পক্ষে প্রতিবাদ করছি না। আমাদের প্রতিবাদ একজন বীর মুক্তিযোদ্ধাকে যারা অপমান করেছে, তাদের বিরুদ্ধে।’
তাঁরা আরও বলেন, ‘এই মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে যদি ১৯৭১ সালে দেশ স্বাধীন না করতেন, তাহলে আমরা পেতাম না লাল-সবুজের পতাকা।’ তাঁরা দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী পাটোয়ারী নুরু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভবন নির্মাণের আগেই ব্যবহার সনদ দেওয়ার নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে রাজউক। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন ভবন নির্মাণের স্বচ্ছতা নিশ্চিত করলেও নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।
১১ মিনিট আগেআজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের ২৯ তম জলবায়ু সম্মেলন (কপ ২৯) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই সম্মেলনে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন। আজ সোমবার এই সম্মেলনের প্রত্যাশা, বাস্তবতা এবং ভবিষ্যতের জন্য শিক্ষা
২ ঘণ্টা আগেচাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত স্টাফ জুয়েল রানাকে (২৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার শ্বাসনালি কেটে গেছে। শ্বাস নেয়ার জন্য গলায় অপারেশন করে কৃত্রিম শ্বাসনালি লাগানো হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে ঢাকায় নিয়ে আসা
২ ঘণ্টা আগেপটুয়াখালী দশমিনায় হত্যা মামলার আসামি মো. সোহাগ মেম্বারকে রাজধানীর আগারগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দশমিনা থানা–পুলিশ আসামিকে নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। এর আগে গতকাল রোববার তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে