Ajker Patrika

সরাইলে অসহায়দের মাঝে গরিবের বন্ধু সংগঠনের খাবার বিতরণ 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০: ২৪
সরাইলে অসহায়দের মাঝে গরিবের বন্ধু সংগঠনের খাবার বিতরণ 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল পাকশিমুল এলাকায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভিক্ষুক, পাগল, কুলি ও এতিমদের মাঝে ‘মানবতার অন্ন’ প্রজেক্টের অধীনে বিনা মূল্যে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন। আজ রোববার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার অরুয়াইল বাজারে দুই শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। 
 
 সংগঠনটির সভাপতি মো. মনসুর আলী বলেন, ভিক্ষুকেরা দূরদূরান্ত থেকে প্রত্যেক বৃহস্পতি ও রোববার ভিক্ষা করতে অরুয়াইল বাজারে আসেন। তাঁরা দুপুরে উপবাস করে থাকেন। বাজারের ভাসমান পাগলদেরও কেউ খোঁজ নেয় না। এতিমখানার ছাত্ররাও নিম্নমানের খাবার খায়। এসব বিষয় মাথায় রেখে বিনা মূল্যে খাবার আয়োজনটি চালু করা হয়েছে। এ ছাড়া পশুপাখিদের মাঝেও খাবার বিতরণ করা হয়। 

সভাপতি আরও বলেন, ‘আমাদের সংগঠনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সদস্য হয়েছেন। তাঁরা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এভাবেই সমাজের দরিদ্র মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’ 

খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি মো. আব্দুল হামিদ ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান, সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন, সদস্য উজ্জ্বল পাঠান, আকিব রাজা প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত