পুলিশের হাতে কামড় দিয়ে আসামির পালানোর ঘটনায় থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Thumbnail image
পলাতক আসামি হালিম মিয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানার আসামি যুবলীগ নেতাকে তাঁর সমর্থকেরা ছিনিয়ে নিয়েছে। এ সময় তাদের সশস্ত্র হামলায় নবীনগর থানার সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

গতকাল রোববার রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার পুলিশ বাদী হয়ে ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার পর থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন, এসআই মো. সামিম ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) রমজান চৌধুরী, এএসআই মো. আব্দুর রসিদ, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই বিল্লাল হোসেন ও কনস্টেবল মো. সাদ্দাম হোসেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি পুলিশের দল পরোয়ানাভুক্ত আসামি হালিম মিয়াকে গ্রেপ্তার করতে অভিযান চালান। হালিমকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশভ্যানে তোলার সময় তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং তাঁকে ছিনিয়ে নেয়।

হুমায়ূন কবির জানান, হালিম মিয়া যুবলীগের নেতা। তিনি একজন সন্ত্রাসী। তাঁকে গ্রেপ্তার করে পুলিশভ্যানে তোলার সময় হঠাৎ তাঁর সমর্থকেরা পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এ সময় আসামি হালিম মিয়া আমাকে এবং আরও কয়েক পুলিশ সদস্যকে কামড়ে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত