Ajker Patrika

শাহরাস্তিতে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ 

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৩৩
শাহরাস্তিতে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ 

চাঁদপুরের শাহরাস্তিতে ৪০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ বাজারের মৃত কামাল মিয়ার ছেলে মো. ফরহাদ হোসেন (২২) ও একই এলাকার দক্ষিণপাড়া চৌধুরীবাড়ির সুমন মিয়ার ছেলে মো. আরিফ (১৯)।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে উপজেলার দোয়াভাঙ্গা বাস স্টপেজে কুমিল্লা থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী রিলাক্স পরিবহনে তল্লাশি চালিয়ে ওই বাসের দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যাগে তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। 

এ সময় গ্রেপ্তারকৃতদের সঙ্গে থাকা একই এলাকার তাবলীগের ছেলে অপু (২০) পালিয়ে যান। 

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকন উদ্দিন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। 

শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে নিলে তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত